অ্যাটাক-কাউন্টার আট্যাক, রুদ্ধশাস ম্যাচে মোট গোল ৬, খেলা ড্র

কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস ড্র। সান্তিয়াগোতে মেক্সিকো বনাম চিলির ম্যাচ শেষ হল ৩-৩ গোলে। ম্যাচে দুবার সমতা ফিরিয়েও জিততে পারল না আয়োজক দেশ চিলি। ম্যাচের  রাশ পেন্ডুলামের মত দুলেছে এক পক্ষ থেকে অপর পক্ষে। ইকুয়েডরকে হারিয়ে কোপা অভিযান শুরু করেছিলেন ভিদাল-রা। তাই সোমবার রাতে মেক্সিকো হারাতে পারলেই কোয়ার্টারে যাওয়া নিশ্চিত করে ফেলত চিলি। কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে গোল করে প্রথমে মেক্সিকোকে এগিয়ে দেন ভিসেন্টে ভুওসো। এক মিনিটের মধ্যেই সমতায় ফেরে চিলি। জুভেন্টাসের তারকা মিডফিল্ডার আরতুরো ভিদাল হেডে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন আয়োজক দেশকে। রাউল জিমিনেজের গোলে ম্যাচে দ্বিতীয়বারের জন্য এগিয়ে যায় মেক্সিকো। কিন্তু বিরতির আগেই এডুয়ার্ডো ভার্গাসের গোলে ম্যাচে দ্বিতীয়বারের জন্য সমতায় ফেরে চিলি। দ্বিতীয়ার্ধে ম্যাচে জাঁকিয়ে বসেন ভিদালরা। তার ফলও পায় চিলি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে প্রথমবারের জন্য চিলিকে এগিয়ে দেন আরতুরো ভিদাল। পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েনি মেক্সিকো। ভুওসোর দ্বিতীয় গোল ম্যাচে ফেরায় মেক্সিকোকে। আশি মিনিটে অ্যালেক্সিস স্যাঞ্চেসের গোল অফ সাইডের কারণে বাতিল করে দেন রেফারি। 

Updated By: Jun 16, 2015, 04:15 PM IST
অ্যাটাক-কাউন্টার আট্যাক, রুদ্ধশাস ম্যাচে মোট গোল ৬, খেলা ড্র

ব্যুরো: কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস ড্র। সান্তিয়াগোতে মেক্সিকো বনাম চিলির ম্যাচ শেষ হল ৩-৩ গোলে। ম্যাচে দুবার সমতা ফিরিয়েও জিততে পারল না আয়োজক দেশ চিলি। ম্যাচের  রাশ পেন্ডুলামের মত দুলেছে এক পক্ষ থেকে অপর পক্ষে। ইকুয়েডরকে হারিয়ে কোপা অভিযান শুরু করেছিলেন ভিদাল-রা। তাই সোমবার রাতে মেক্সিকো হারাতে পারলেই কোয়ার্টারে যাওয়া নিশ্চিত করে ফেলত চিলি। কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে গোল করে প্রথমে মেক্সিকোকে এগিয়ে দেন ভিসেন্টে ভুওসো। এক মিনিটের মধ্যেই সমতায় ফেরে চিলি। জুভেন্টাসের তারকা মিডফিল্ডার আরতুরো ভিদাল হেডে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন আয়োজক দেশকে। রাউল জিমিনেজের গোলে ম্যাচে দ্বিতীয়বারের জন্য এগিয়ে যায় মেক্সিকো। কিন্তু বিরতির আগেই এডুয়ার্ডো ভার্গাসের গোলে ম্যাচে দ্বিতীয়বারের জন্য সমতায় ফেরে চিলি। দ্বিতীয়ার্ধে ম্যাচে জাঁকিয়ে বসেন ভিদালরা। তার ফলও পায় চিলি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে প্রথমবারের জন্য চিলিকে এগিয়ে দেন আরতুরো ভিদাল। পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েনি মেক্সিকো। ভুওসোর দ্বিতীয় গোল ম্যাচে ফেরায় মেক্সিকোকে। আশি মিনিটে অ্যালেক্সিস স্যাঞ্চেসের গোল অফ সাইডের কারণে বাতিল করে দেন রেফারি। 

 

.