IND vs NZ: Ajit Wadekar এর পর Cheteshwar Pujara! এমন রেকর্ড কাঙ্খিত ছিল না
১৯৬৮-৭৪ সালে অজিত ওয়াদেকরের সঙ্গে এমনটা ঘটেছিল।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের 'টেস্ট স্পেশালিস্ট' তকমা রয়েছে একমাত্র তাঁর গায়ে। তিনি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার মহাতারকা। কিন্তু সৌরাষ্ট্রের ব্যাটার যেন রান করতেই ভুলে গিয়েছেন! চলতি ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) কানপুর টেস্টেও পরপর দুই ইনিংসে ব্যর্থ হলেন পূজারা।
প্রথম ইনিংসে ৮৮ বলে ২৬ করার পর, পূজারা দ্বিতীয় ইনিংসে ৩৩ বলে ২২ রানে ফিরে যান। ধারাবাহিক ব্যর্থতায় এক অকাঙ্খিত রেকর্ড করে ফেললেন পূজারা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত ওয়াদেকরের (Ajit Wadekar) সঙ্গে এক আসনে বসলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। পূজারার পারফরম্য়ান্স ক্রমেই নিম্নমুখী।
আরও পড়ুন: IND vs NZ: অভিষেক টেস্টে সেঞ্চুরির পর ফিফটি! ইতিহাস লিখলেন Shreyas Iyer
তিনে ব্যাট করতে নেমে বিগত ৩৯ ইনিংসে একবারও তিন অঙ্কের রানের মুখ দেখেননি পূজারা। ১৯৬৮-৭৪ সালে ওয়াদেকরের সঙ্গে এমনটা ঘটেছিল। তার আগে দিলীপ বেঙ্গসরকার টানা ২৫ ইনিংসে তিনে নেমে সেঞ্চুরির মুখ দেখেননি। সময়টা ছিল ১৯৭৯-৮২।
হাতে ৯ উইকেট নিয়ে কানপুরে রবিবার খেলা শুরু করেছিল ভারত। কিন্তু মধ্যাহ্ণ ভোজের বিরতিতেই ভারত ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দেয়। অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজার মতো তারকারা ব্যাট হাতে ব্যর্থ হন। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা করেন আইয়ার ও ঋদ্ধিমান সাহা। তাঁরা জুটি বেঁধে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ভারতের লিড ২০০-র ওপর নিয়ে যান।