IPL 2019, CSKvKKR: নাইটদের ধরশায়ী করে লিগ শীর্ষে ধোনির সিএসকে

শুরুতেই দীপক চাহরের দাপুটে বোলিংয়ে কোনঠাসা হয়ে পড়ে কেকেআর। সঙ্গে দোসর হরভজন সিং ও ইমরান তাহির।

Updated By: Apr 9, 2019, 11:42 PM IST
IPL 2019, CSKvKKR: নাইটদের ধরশায়ী করে লিগ শীর্ষে ধোনির সিএসকে

নিজস্ব প্রতিবেদন : নাইটদের ব্যাটিং ব্যর্থতা একা কুম্ভ রাসেল। দীপক চাহরের দাপুটে বোলিং সঙ্গে দোসর হরভজন সিং আর ইমরান তাহির। আর ব্যাট হাতে দু প্লেসির জবাব। চিপকে চুম্বকে চেন্নাইয়ের দুরন্ত জয়। নাইটদের ৭ উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষে উঠে এল ধোনির দল।     

মঙ্গলবার টস জিতে প্রথমে নাইটদের ব্যাটিং করতে পাঠান সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই দীপক চাহরের দাপুটে বোলিংয়ে কোনঠাসা হয়ে পড়ে কেকেআর। সঙ্গে দোসর হরভজন সিং ও ইমরান তাহির। প্রথম ওভারেই শূন্য রানে লিনকে তুলে নেন চাহর। পরের ওবারেই সুনীল নারিনকে সাজঘরে ফেরত পাঠান হরভজন সিং। এরপর নীতিশ রানাকে শূন্য রানে ফেরালেন চাহর। সঙ্গে রবিন উথাপ্পাকেও(১১) তুলে নেন তিনি। এরপর দীনেশ কার্তিক সবে শুভমন গিলকে সঙ্গে নিয়ে জুটি গড়ছিলেন। সেই সময়ই ইমরান তাহিরের বলে ১৯ রানে আউট হলেন কার্তিক। ৯ রানে শুভমন গিলকে তুলে নেন সেই তাহির। পীযুষ চাওলা কিছুক্ষণ টিকে থাকলেও ফিরে গেলেন ৮ রানে। কূলদীপ যাদব শূন্য রানে সাজঘরে ফিরে গেলেন রান আউট হয়ে। শূন্য রানে আউট হলেন প্রসিদ্ধ কৃষ্ণও। টপ অর্ডারের মতোই লোয়ার অর্ডারও এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৪৪ বলে অপরাজিত হাফসেঞ্চুরি করেন রাসেল। ৯ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে কেকেআর। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন দীপকত চাহর। দুটি করে উইকেট নিলেন ইমরান তাহির এবং হরভজন সিং। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

 

১০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন ওয়াটসন। কিন্তু সুনীল নারিনের বলে ১৭ রানে ফিরলেন তিনি। ১৪ রানে সুরেশ রায়নাকেও তুলে নেন নারিন। এরপর অবশ্য দু প্লেসিস আর আম্বাতি রায়াডু জুটি চেন্নাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ২১ রানে রায়াডু আউট হলেও দু প্লেসি শেষ পর্যন্ত ক্রিজে থেকে চেন্নাইকে জয় এনে দেন। ৪৩ রানে অপরাজিত থাকেন ফাফ দু প্লেসি। ৮ রানে অপরাজিত থাকেন কেদার যাদব। ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় চেন্নাই।

আরও পড়ুন - IPL 2019: ক্যাবেই আইপিএল-এর লাইভ স্কোর আপডেট দেখে নিন!

.