লাদাখে শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট; বরখাস্ত করা হল ধোনির দলের ডাক্তারকে

তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জানায়

Updated By: Jun 17, 2020, 05:08 PM IST
লাদাখে শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট; বরখাস্ত করা হল ধোনির দলের ডাক্তারকে

নিজস্ব প্রতিবেদন: লাদাখে গালোয়ান উপত্যকায় চিন-ভারত সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ জানাচ্ছে দেশবাসী। কিন্তু লাদাখে শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট করায় বরখাস্ত করা হল ধোনির চেন্নাই সুপার কিংসের এক  ডাক্তারকে।


চেন্নাই সুপার কিংসের ডাক্তার মধু ঠোঠটাপল্লিল টুইট করে লেখেন , " আমার জানতে ইচ্ছে করছে শহিদ জওয়ানদের কফিনে কি এবার PM CARE লেখা থাকবে?" এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে।

তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জানায়, "টিম ডক্টরের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য তাঁর ব্যক্তিগত মত, এর সঙ্গে চেন্নাই শিবিরের কোনও যোগাযোগ নেই। দেশের সেনাদের নিয়ে এমন মন্তব্য এবং বিতর্কিত টুইটের জন্য দল ক্ষমাপ্রার্থী। দলের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক বাতিল করা হল।"

 

আরও পড়ুন - সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র, চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না কোনওভাবেই

.