আইএসএলে খেলবেন 'ভুটানি রোনাল্ডো'

আই লিগ শেষ হতেই চেঞ্চোর পারফরম্যান্স দেখে আইএসএলের ক্লাবগুলি তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়।

Updated By: Jun 25, 2018, 05:44 PM IST
আইএসএলে খেলবেন 'ভুটানি রোনাল্ডো'

ওয়েব ডেস্ক : আই লিগ ছেড়ে আইএসএলের পথেই হাঁটলেন গত আই লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার চেঞ্চো গেলস্থেন। সুপার কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসিতে এক বছরের চুক্তিতে যোগ দিলেন চেঞ্চো।

আরও পড়ুন- পুজোর আগেই কলকাতায় মুখোমুখি মোহনবাগান-বার্সেলোনা

২০১৭-১৮ মরসুমে মিনার্ভা পঞ্জাব এফসি-র জার্সিতে নজর কাড়েন চেঞ্চো। মিনার্ভাকে আই লিগ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন এই ভুটানি স্ট্রাইকার।গত মরশুমে আই লিগে মিনার্ভার জার্সিতে ৭টি গোল করেছিলেন সিজে সেভেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত চেঞ্চো ভারতীয় ফুটবলে 'ভুটানি রোনাল্ডো' নামেই পরিচিত।

আরও পড়ুন- ঘুষকাণ্ডে সুভাষ ভৌমিকের ৩ বছরের কারাদণ্ড

আই লিগ শেষ হতেই চেঞ্চোর পারফরম্যান্স দেখে আইএসএলের ক্লাবগুলি তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানও চেঞ্চোর ব্যাপারে আগ্রহ দেখায়। কিন্তু শেষ পর্যন্ত আইএসএলের লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিলেন ২২ বছর বয়সী চেঞ্চো।  

.