ড্র করে পয়েন্ট নষ্ট করল চেলসি

চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট নষ্ট করল চেলসি। অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের রেসিং জেঙ্কের সঙ্গে এক-এক গোলে ম্যাচ শেষ করল ইংল্যান্ডের দলটি। ম্যাচে আগাগোড়া দাপট দেখিয়ে জিততে পারলেন না ফার্নান্ডো টোরেসরা।

Updated By: Nov 2, 2011, 10:26 PM IST

চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট নষ্ট করল চেলসি। অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের রেসিং জেঙ্কের সঙ্গে এক-এক গোলে ম্যাচ শেষ করল ইংল্যান্ডের দলটি। ম্যাচে আগাগোড়া দাপট দেখিয়ে জিততে পারলেন না ফার্নান্ডো টোরেসরা। হোম ম্যাচে বেলজিয়ামের দলটিকে পাঁচ-শূন্য গোলে হারিয়েছিল চেলসি। অ্যাওয়ে ম্যাচেও ছাব্বিশ মিনিটেই এগিয়ে যায় ইপিএলের দলটি। ফার্নান্ডো টোরেসের পাস থেকে গোল করে যান রামিরেজ। রাউল মোরালেসের শট পোস্টে লেগে প্রতিহত হয়। বিরতির আগেই ব্যবধান বাড়াবার সুযোগ ছিল চেলসির সামনে। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ডেভিড লুইজ। একষট্টি মিনিটে জেলে ভসেনের গোলে সমতা ফেরায় রেসিং। খেলার শেষদিকে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপালেও ল্যাম্পার্ড,মালৌডারা সুযোগ নষ্ট করায়,জিততে পারেনি চেলসি।ড্র করলেও,চার ম্যাচে আট পয়েন্ট পেয়ে গ্রুপ ই-র শীর্ষেই থাকল ইপিএলের দলটি।

.