Hooghly: মদের গাড়ি উল্টে মৃত ২, হুগলিতে ভয়ংকর পথ দুর্ঘটনা...

Hooghly: বুধবার সন্ধ্যার সময় গুড়াপ কালনা রোডে এই দূর্ঘটনা ঘটে। মৃতরা হলেন দীপক সরকার (৩৯),হীরালাল রায় (৬৮)। দুজনেরই বাড়ি নুনিয়াডাঙ্গা এলাকায়। এছাড়াও আহত হয়েছেন গাড়ির চালক সহ চারজন। তাঁদের উদ্ধার করে পান্ডুয়া থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Updated By: Nov 27, 2024, 10:13 PM IST
Hooghly: মদের গাড়ি উল্টে মৃত ২, হুগলিতে ভয়ংকর পথ দুর্ঘটনা...

বিধান সরকার: রাস্তার পাশে বসে তাস খেলছিলেন কয়েকজন, নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উল্টে গেলো মদ বোঝাই পিক আপ ভ্যান। মৃত দুই আহত চারজন। ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার বৈঁচির এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৈঁচি নুনিয়াডাঙ্গা এলাকায় মদ বোঝাই গাড়ি উল্টে যায়। বুধবার সন্ধ্যার সময় গুড়াপ কালনা রোডে এই দূর্ঘটনা ঘটে। মৃতরা হলেন দীপক সরকার (৩৯),হীরালাল রায় (৬৮)। দুজনেরই বাড়ি নুনিয়াডাঙ্গা এলাকায়। এছাড়াও আহত হয়েছেন গাড়ির চালক সহ চারজন। তাঁদের উদ্ধার করে পান্ডুয়া থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: Malda: হবু স্ত্রী ফোনে জানায়... বিয়ের দিনই আত্মঘাতী পাত্র!

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঁচির দিক থেকে গুরাপের দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। নুনিয়াডাঙ্গার কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে পিকআপ ভ্যান চালক। চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে প্রায় ছয় গ্রামবাসী তাস খেলছিলেন। সেখানেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গাড়ির তলা থেকে উদ্ধার করে আহতদের পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। পরে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া  হাসপাতালে পাঠানো হয় আহতদের।

বৈঁচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রতিদিনই ওই চায়ের দোকানের পাশে মাচায় বসে কয়েকজন তাস খেলেন। আজকে হঠাৎ করেই মদ বোঝাই গাড়িটি তাদের উপর উল্টে নয়ানজুলিতে পড়ে যায়।' স্থানীয় মানুষের সহায়তায় উদ্ধার করা হয় আহতদের। হুগলি গ্রামীন পুলিসের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, 'নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি কয়েকজনের উপর পরে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.