আফগানদের কাছে হারের পর বাংলাদেশ ফেরাতে বাধ্য হল 'বিদ্রোহী'কেও

গত এক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলা বাংলাদেশের হঠাত্‍ ছন্দপতন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মীরপুরে দ্বিতীয় খেলায় আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। আফগানরা দু উইকেটে হারায় বাংলাদেশকে। এই হারের পর বাংলা ক্রিকেটে কার্যত ঝড় উঠেছে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শনিবার এই ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। শেষ ম্যাচ যারাই জিতবে সিরিজ তাদের।

Updated By: Sep 29, 2016, 08:53 PM IST
আফগানদের কাছে হারের পর বাংলাদেশ ফেরাতে বাধ্য হল 'বিদ্রোহী'কেও

ওয়েব ডেস্ক: গত এক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ খেলা বাংলাদেশের হঠাত্‍ ছন্দপতন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মীরপুরে দ্বিতীয় খেলায় আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। আফগানরা দু উইকেটে হারায় বাংলাদেশকে। এই হারের পর বাংলা ক্রিকেটে কার্যত ঝড় উঠেছে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শনিবার এই ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। শেষ ম্যাচ যারাই জিতবে সিরিজ তাদের।

পড়ুন-খেলার আরও খবর

আফগানদের কাছে হারের পর বাংলাদেশ ক্রিকেট কর্তারা এখন সিরিজ জিততে মরিয়া। আর তাই সাড়ে ৮ বছর আগে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলা এক ক্রিকেটারকে দলে নিল। তাঁর নাম মোশারারফ হোসেন। ভারতে আয়োজিত বিদ্রোহী ক্রিকেট লিগ আইএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নির্বাসন করবে।

মোশারারফ ২০০৮ সালের মার্চে তিনটি ওয়ানডে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একটি মাত্র উইকেট পেয়েছিলেন শেষ ম্যাচে। ওই বছরই ‘বিদ্রোহী’ ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) যোগ দেন ঢাকা ওয়ারিয়র্সের হয়ে। পথ হারায় ক্যারিয়ার।  

.