অ্যাকশনে 'ভুল' থাকলেও নারিন না থাকায় 'নির্ভুল পরাজয়' ছিল নাইটদের
গতকাল রাত্রে সুরেশ রায়না অসাধারণ তবে চেন্নাইয়ের জয়কে সহজ করল রায়নার আনবিটেন শতরান না সুনীর নারিনের অনুপস্থিতি! এই প্রশ্ন সবার মনে ঘুরছে। যদিও চেন্নাই বরাবরই রান তাড়া করে জিততে বেশি পচ্ছন্দ করে। কিন্তু রায়নার বিধ্বংসী ব্যাটিংয়ে কিং খানের বোলিংবাহিনী ফিকে হয়ে গিয়েছিল। মাঝ মাঠে গম্ভীর দাঁত খোচাতে খোচাতে ভাবছেন, "হে ঈশ্বর, আর একটা নারিন যদি আমার দলে থাকত!!!"।
ওয়েব ডেস্ক: গতকাল রাত্রে সুরেশ রায়না অসাধারণ তবে চেন্নাইয়ের জয়কে সহজ করল রায়নার আনবিটেন শতরান না সুনীর নারিনের অনুপস্থিতি! এই প্রশ্ন সবার মনে ঘুরছে। যদিও চেন্নাই বরাবরই রান তাড়া করে জিততে বেশি পচ্ছন্দ করে। কিন্তু রায়নার বিধ্বংসী ব্যাটিংয়ে কিং খানের বোলিংবাহিনী ফিকে হয়ে গিয়েছিল। মাঝ মাঠে গম্ভীর দাঁত খোচাতে খোচাতে ভাবছেন, "হে ঈশ্বর, আর একটা নারিন যদি আমার দলে থাকত!!!"।
৬২ বলে ১০৯ রান, চারের থেকে ছয় বেশি এমন কল্পতরু ব্যাটে রায়নাকে আটকাতে হিমশিম খেতে হয়ছে কামিনস, রাসেলদের। মাত্র দুটো উইকেট খুইয়ে ১৮.৩ বলে প্রয়োজনীয় রান তুলে ফেলে ধোনিবাহিনী। অন্যদিকে প্রথম ব্যাট করে কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর ৮০ ও উথাপ্পার ৩৯ রানে ভর করে ১৮০ রানে পৌঁছায়। বড় রানের লক্ষ্যমাত্রা রেখেও চেন্নাস্বামী স্টেডিয়াম ফিকে হয়ে গেল সুরেশ রায়নার বিধ্বংসী ব্যাটিংয়ে। তবে সুনীল নারিনের বোলিং অ্যাকশনে কতক্ষানি ভুল আছে বিতর্ক থাকলেও তিনি যে নিজের দল বা কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য্য ও নির্ভুল ব্যক্তি এনিয়ে সন্দেহ নেই, ম্যাচের বারো ঘন্টা পরেও গম্ভীর এই কথাই ভাবছেন!