Champions League 2020-21: রোনাল্ডোহীন জুভেন্টাসকে হারাল মেসিরা, র্যাশফোর্ডের হ্যাটট্রিকে বড় জয় ম্যান ইউ-র
লা লিগায় এল ক্লাসিকো হারের ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে হারাল বার্সেলোনা।
নিজস্ব প্রতিবেদন: দু'বছরে প্রথমবারের জন্য লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু কোভিড-১৯ সেটা হতে দিল না। করোনা আক্রান্ত সিআরসেভেন। তাই মেসির সঙ্গে দ্বৈরথে নামা হল না জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টারের। রোনাল্ডো না থাকলেও মাঠের দ্যুতি ছড়ালেন মেসি। নিজে গোল করলেন ,সতীর্থ দেম্বেলেকে দিয়ে গোল করালেন। লা লিগায় এল ক্লাসিকো হারের ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে ২-০ গোলে হারাল বার্সেলোনা।
মেসি ম্যাজিকে জয় বার্সার। ১৪ মিনিটে দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। আর ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে জয় নিশ্চিত করেন বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে ৭০ গোল হয়ে গেল মেসির। যা কোনও ফুটবলারের নেই।
Champions League round-up: Barcelona beat Juventus, Rashford inspires Manchester United... #UCL
— UEFA Champions League (@ChampionsLeague) October 28, 2020
অন্যদিকে গতবারের রানার্স-আপ পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার দুরন্ত শুরু করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচে তারা হারাল গতবারের সেমিফাইনালিস্ট আরবি লাইজিগকে। ৫-০ গোলে জয় পেল ম্যানইউ। সৌজন্যে মার্কাস র্যাশফোর্ডের দুরন্ত হ্যাটট্রিক। পরিবর্ত হিসেবে মাঠে নেমে মাত্র ১৮ মিনিটে হ্যাটট্রিক করলেন তিনি।
Manchester United record their biggest win in the Champions League since 2013 #UCL pic.twitter.com/jbZ4Lux4zf
— UEFA Champions League (@ChampionsLeague) October 28, 2020
এর আগে ২১ মিনিটে গ্রিনউডের গোলে প্রথমে এগিয়ে যায় ম্যান ইউ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে আরও একটি গোল করেন মার্শিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে পঞ্চম ফুটবলার হলেন র্যাশফোর্ড যিনি পরিবর্ত হিসেবে নেমে হ্যাটট্রিকের কীর্তি করলেন।
আরও পড়়ুন- অস্ট্রেলিয়া সফরের দলে কেন নেই সূর্যকুমার? নির্বাচকদের প্রশ্ন করুক সৌরভ, দাবি বেঙ্গসরকারের