বোরহা, হোসেমি এবারও অ্যাটলেটিকোতেই
গতবারের চ্যাম্পিয়ন দলের তিন বিদেশিকে রেখে দিতে চলেছে অ্যাটলেটিকো দি কলকাতা। ডিফেন্সিভ মিডফিল্ডার ওফেন্সে ন্যাটো, মাঝমাঠের তারকা বোরহা ফার্নান্ডেজ আর তারকা ডিফেন্ডার হোসেমিকে এবারও এটিকে-র হয়ে খেলতে দেখা যাবে। গত মরসুমে এটিকে-র হয়ে খেলার পর লা লিগার ক্লাবে খেলেছিলেন বোরহা। এবার আবার কলকাতায় ফিরতে চলেছেন তারকা এই মিডফিল্ডার। গত মরসুমে এটিকে-র হয়ে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স করা হোসেমির ফিটনেস সমস্যার কারণে এই মরসুমে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু ফিটনেস টেস্টে পাস করার পর কলকাতার হয়ে খেলার জন্য সবুজ-সংকেত পান হোমেসি। অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাকাডেমির দুই ফুটবলার, যারা বর্তমানে অ্যাটলেটিকোর বি দলে খেলেন, তাদের দলে নিতে চলেছে অ্যাটলেটিকো। কোন দুজন ফুটবলারকে দলে নেওয়া হবে, তা ঠিক করবেন কোচ হাবাস। মার্কি ফুটবলার নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌছতে পারেনি অ্যাটলেটিকো। অ্যাটলেটিকো মাদ্রিদের চিফ রিক্রুটার এই মুহুর্তে ছুটিতে আছেন। তিনি ফিরলেই মার্কি ফুটবলার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
ব্যুরো: গতবারের চ্যাম্পিয়ন দলের তিন বিদেশিকে রেখে দিতে চলেছে অ্যাটলেটিকো দি কলকাতা। ডিফেন্সিভ মিডফিল্ডার ওফেন্সে ন্যাটো, মাঝমাঠের তারকা বোরহা ফার্নান্ডেজ আর তারকা ডিফেন্ডার হোসেমিকে এবারও এটিকে-র হয়ে খেলতে দেখা যাবে। গত মরসুমে এটিকে-র হয়ে খেলার পর লা লিগার ক্লাবে খেলেছিলেন বোরহা। এবার আবার কলকাতায় ফিরতে চলেছেন তারকা এই মিডফিল্ডার। গত মরসুমে এটিকে-র হয়ে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স করা হোসেমির ফিটনেস সমস্যার কারণে এই মরসুমে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু ফিটনেস টেস্টে পাস করার পর কলকাতার হয়ে খেলার জন্য সবুজ-সংকেত পান হোমেসি। অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাকাডেমির দুই ফুটবলার, যারা বর্তমানে অ্যাটলেটিকোর বি দলে খেলেন, তাদের দলে নিতে চলেছে অ্যাটলেটিকো। কোন দুজন ফুটবলারকে দলে নেওয়া হবে, তা ঠিক করবেন কোচ হাবাস। মার্কি ফুটবলার নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌছতে পারেনি অ্যাটলেটিকো। অ্যাটলেটিকো মাদ্রিদের চিফ রিক্রুটার এই মুহুর্তে ছুটিতে আছেন। তিনি ফিরলেই মার্কি ফুটবলার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।