রোনাল্ডকে লাল কার্ড কেন নয়? তোপ সিআরসেভেনর প্রাক্তন কোচের!

 রোনাল্ডোকে লালকার্ড না দেখানোয় ক্ষোভ উগড়ে দিলেন ইরান কোচ কার্লোস কুইরোজ।

Updated By: Jun 27, 2018, 01:24 PM IST
রোনাল্ডকে লাল কার্ড কেন নয়? তোপ সিআরসেভেনর প্রাক্তন কোচের!

নিজস্ব প্রতিবেদন: রোনাল্ডোর লালকার্ড বিতর্ক। ইরান ম্যাচে লালকার্ড দেখা থেকে বাঁচেন পর্তুগিজ তারকা। রোনাল্ডোকে লালকার্ড না দেখানোয় ক্ষোভ উগড়ে দিলেন ইরান কোচ কার্লোস কুইরোজ।

আরও পড়ুন- মেসিদের 'রোলারকোস্টারে' মাথা ঘুরে হাসপাতালে মারাদোনা!

ইরান-পর্তুগাল ম্যাচের আগে রোনাল্ডোর মনোসংযোগে ব্যঘাত ঘটাতে আসরে নেমেছিলেন ইরানি সমর্থকরা। টিম হোটেলের বাইরে ইরানি সমর্থকদের তাণ্ডবে ঘুম ভেঙেছিল রোনাল্ডোর। মাঠেও চেনা মেজাজে পাওয়া গেল না সি আর সেভেনকে। গোল পেলেন না। নষ্ট করলেন পেনাল্টি। লালকার্ড দেখা থেকে কোনওক্রমে বাঁচলেন রিয়াল তারকা। সবমিলিয়ে সোমরাত রাতটা ভাল গেল না বিশ্বফুটবলের এক নম্বর তারকার।

আরও পড়ুন- মেসির লক্ষ্যভেদ! নাইজেরিয়া ম্যাচে একগুচ্ছ রেকর্ড ফুটবল রাজপুত্রের

আর রোনাল্ডোকে লালকার্ড না দেখানোয় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির উদেশ্যে তোপ উগরে দিলেন সিআরসেভেনর প্রাক্তন কোচ কার্লোস কুইরোজ। বিপক্ষ ফুটবলারকে কনুই মারা সত্বেও হলুদ কার্ড দেখিয়ে ছেড়ে দেওয়া হয় রোনাল্ডোকে। টিভি রিপ্লে দেখে নিজের মতামত জানান VAR। আর তাতেই চটেন ইরান কোচ। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন নিয়ম বলছে কাউকে কনুই দিয়ে মারলেই লালকার্ড। নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। সে রোনাল্ডোই হন বা মেসিই হোন।

আরও পড়ুন- ফিরল মেসি ম্যাজিক, রোহোর দুরন্ত গোলে নকআউটে আর্জেন্টিনা

.