আইসল্যান্ডকে হারিয়ে নকআউটে ডেনমার্কের মুখোমুখি ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া জিতল ২-১ গোলে।

Updated By: Jun 27, 2018, 12:59 PM IST
আইসল্যান্ডকে হারিয়ে নকআউটে ডেনমার্কের মুখোমুখি ক্রোয়েশিয়া

নিজস্ব প্রতিবেদন: নকআউটে যাওয়া আগেই নিশ্চিত হয়ে গেছিল ক্রোয়েশিয়ার। গ্রুপ লিগের শেষ ম্যাচে আইসল্যান্ডকেও হারিয়ে দিল তাঁরা। মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়া জিতল ২-১ গোলে। র‍্যাকিচিট, মানজুকিচদের বিশ্রাম দিলেও জয় আটকাল না ইউরোপের দলটির।

আরও পড়ুন- ‘ঈশ্বরের হাত ছিল’! জয়ের পর আবেগতাড়িত মেসি

প্রথমে বাদেলজের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আইসল্যান্ডের সিগার্ডসন। খেলার একেবারে শেষ মিনিটে পেরিসিচের গোলে জয় নিশ্চিত করে ক্রোয়েশিয়া। তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে প্রি কোয়ার্টারে পৌছলেন মদ্রিচরা। প্রি কোয়ার্টারে ডেনমার্কের মুখোমুখি হবে তাঁরা।

আরও পড়ুন- মেসির লক্ষ্যভেদ! নাইজেরিয়া ম্যাচে একগুচ্ছ রেকর্ড ফুটবল রাজপুত্রের

.