ঘরোয়া ক্রিকেট লিগকে তিনদিনের করতে চলেছে সিএবি

ঘরোয়া ক্রিকেট লিগকে তিনদিনের করতে চলেছে সিএবি। পাশাপাশি এএন ঘোষ টুর্নামেন্টকেও তুলে দিতে চায় বঙ্গ ক্রিকেটের কর্তারা। এমনকী ঘরোয়া লিগে কিছু নিয়মেও বদল আসতে চলেছে। বিশেষ করে আলোর অভাব ও বৃষ্টির জন্য ওভার কমে গেলে পরে যারা ব্যাট করে তারা সুবিধা পেয়ে যায়। এই জায়গাটিতে প্রথম ব্যাট করা দল যাতে বিপাকে না পড়ে তার জন্য নতুন নিয়ম আসছে।

Updated By: Aug 10, 2016, 04:20 PM IST
ঘরোয়া ক্রিকেট লিগকে তিনদিনের করতে চলেছে সিএবি

ওয়েব ডেস্ক: ঘরোয়া ক্রিকেট লিগকে তিনদিনের করতে চলেছে সিএবি। পাশাপাশি এএন ঘোষ টুর্নামেন্টকেও তুলে দিতে চায় বঙ্গ ক্রিকেটের কর্তারা। এমনকী ঘরোয়া লিগে কিছু নিয়মেও বদল আসতে চলেছে। বিশেষ করে আলোর অভাব ও বৃষ্টির জন্য ওভার কমে গেলে পরে যারা ব্যাট করে তারা সুবিধা পেয়ে যায়। এই জায়গাটিতে প্রথম ব্যাট করা দল যাতে বিপাকে না পড়ে তার জন্য নতুন নিয়ম আসছে।

আরও পড়ুন- ০.৫ সেকেন্ডর আগেই ১০০ মিটার সাঁতার শেষ করে ইনি এখন ইন্টারনেটের 'হট কেক'

এদিকে অনুষ্টুপ মজুমদার ও অর্ণব নন্দী রেল ছেড়ে বাংলায় ফিরলেন। একদিনের ম্যাচের জন্য বৃহস্পতিবার ইডেন পরিদর্শনে আসছেন ইসিবি প্রতিনিধিরা। ওই দিন পুলিসের সঙ্গেও নিরাপত্তার ব্যাপারে কথা বলবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সদস্যরা।

.