IPL 2021: কলকাতায় খেলবেন Dhoni-Kohli, তার আগেই CAB সেরে নিচ্ছে টিকাকরণ

করোনা যুদ্ধে বড় পদক্ষেপ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

Updated By: Apr 29, 2021, 09:54 PM IST
IPL 2021: কলকাতায় খেলবেন Dhoni-Kohli, তার আগেই CAB সেরে নিচ্ছে টিকাকরণ

নিজস্ব প্রতিনিধি: ভোট পর্ব মিটলেই তিলোত্তমায় শুরু ক্রিকেটের অধ্যায়। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আইপিএলের (IPL 2021) কলকাতা লেগ শুরু। ঘরের টিম কলকাতা নাইট রাইডার্স (KKR) খেলবে না ঠিকই। কিন্তু খেলবে চেন্নাই সুপার কিংস (CSK), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), দিল্লি ক্যাপিটালস (DC), রাজস্থান রয়্যালস (RR) ও সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মতো টিম। এই মরসুমে মোট ১০টি ম্যাচ হবে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শহরে। অর্থাৎ আর কয়েক দিন পরেই শহরে পা রাখছেন এমএস ধোনি (MS Dhoni), বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মারা (Rohit Sharma)। 

আরও পড়ুন: অনুপ্রেরণায় Lee-Cummins, ইউরোপের এই ছোট্ট দেশ ভারতের COVID-19 যুদ্ধে পাশে দাঁড়াল

৯ মে ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি ও এসআরএইচ। তার আগে করোনা (COVID-19) যুদ্ধে বড় পদক্ষেপ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। সিএবি সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে যুক্ত সকলকে করোনা (COVID-19) প্রতিরোধক টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামিকাল অর্থাৎ শুক্রবার ইডেনে বসবে টিকাকরণ কর্মসূচি। বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলছে সিএবি। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ইডেনে ইন্ডোরের পাশে চলবে শিবির। ইডেনের কমিটির সদস্য থেকে আম্পায়ার, মালি এবং কর্মচারীদের সকলকে টিকা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

.