জাতীয় প্রতীক অবমাননার দায়ে জরিমানা সিএবি-র

অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জাতীয় প্রতীকের অবমাননার দায় স্বীকার করে নিতে হল সিএবি-কে। অভিযোগকারীর আইনি খরচ যোগাতে তিন হাজার টাকার ক্ষতিপূরণও দিতে হল। মঙ্গলবার অভিযোগকারীর হাতে এই চেক তুলে দিয়েছেন আইনজীবী।

Updated By: Sep 4, 2012, 10:53 PM IST

অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে জাতীয় প্রতীকের অবমাননার দায় স্বীকার করে নিতে হল সিএবি-কে। অভিযোগকারীর আইনি খরচ যোগাতে তিন হাজার টাকার ক্ষতিপূরণও দিতে হল। মঙ্গলবার অভিযোগকারীর হাতে এই চেক তুলে দিয়েছেন আইনজীবী।
গত মে মাসে রাজ্য সরকারের তরফ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে `১০০` শতরান করার পর সম্বর্ধনা দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকরকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি ছিল ওই অনুষ্ঠানের সহ উদ্যোক্তা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং সিএবি-র পদস্থ কর্তারাও। অনুষ্ঠান মঞ্চের পিছনে একটি ফ্লেক্স লাগানো ছিল। ওই ফ্লেক্স-এ ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের ছবি চিল। কিন্তু অদ্ভুতভাবে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নিচে নিয়ম অনুযায়ী সত্যমেব জয়তের পরিবর্তে লেখা ছিল গর্ভনমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল। এরপরেই শুরু হয় বিতর্ক। জাতীয় প্রতীকের অবমাননার অভিযোগে সিএবির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তারই ফলস্বরূপ মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছে সিএবি।
তবে এতেই ক্ষান্ত দিতে রাজি নন অভিযোকারী। রাজ্য সরকার এবং সিএবি-র বিরুদ্ধে এব্যাপারে ফৌজদারি মামলা করার কথা ভাবছেন তিনি।
 

.