দায়িত্ব নিয়ে মাঠে নামার আগেই দল নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কোচ টিটে
দায়িত্ব নিয়ে মাঠে নামার আগেই ব্রাজিল দল নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন নয়া কোচ টিটে। বর্তমান ফর্মের বিচারে ২০১৮-র রাশিয়া বিশ্বকাপে নাও খেলা হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথম সাংবাদিক সম্মেলনে সোজাসাপটা বলেছেন নেইমারদের নয়া কোচ। বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে সাউথ আমেরিকান লিগে টেবিলে ছনম্বরে রয়েছে পেলের দেশ। উরুগুয়ে, ইকুয়েডর, ব্রাজিল, চিলি,কলম্বিয়ার পিছনে রয়েছে ব্রাজিল।
ওয়েব ডেস্ক: দায়িত্ব নিয়ে মাঠে নামার আগেই ব্রাজিল দল নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন নয়া কোচ টিটে। বর্তমান ফর্মের বিচারে ২০১৮-র রাশিয়া বিশ্বকাপে নাও খেলা হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথম সাংবাদিক সম্মেলনে সোজাসাপটা বলেছেন নেইমারদের নয়া কোচ। বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে সাউথ আমেরিকান লিগে টেবিলে ছনম্বরে রয়েছে পেলের দেশ। উরুগুয়ে, ইকুয়েডর, ব্রাজিল, চিলি,কলম্বিয়ার পিছনে রয়েছে ব্রাজিল।
প্রথম চারটি দেশ সরাসরি বিশ্বকাপে যাবে। বাস্তাব পরিস্থিতি তাই টিটের ভালোই জানা। দ্রুত পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে চাপ আরও বাড়বে। পরিস্কার জানিয়েছেন টিটে। একই সঙ্গে ভবিষ্যতে দলের সেরা তারকা নেইমারকে স্থায়ী অধিনায়ক রাখবেন না নয়া কোচ। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ম্যাচে বিভিন্ন ফুটবলারকে নেতা বাছবেন তিনি।