'পিছনের দিকে এগিয়ে' দুঙ্গাকেই কোচ করল ব্রাজিল

Updated By: Jul 22, 2014, 09:31 PM IST
'পিছনের দিকে এগিয়ে' দুঙ্গাকেই কোচ করল ব্রাজিল

২০১০ সাল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থ কোচের ওপরই আস্থা রাখল ব্রাজিল। স্কোলারির বিদায়ের পর সেলেকাওদের নতুন কোচ হলেন দুঙ্গা। মঙ্গলবারই ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা।

পঞ্চাশ বছর বয়সী দুঙ্গার সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তাদের। শোনা যাচ্ছে মঙ্গলবারই দুঙ্গার নাম সরকারিভাবে ঘোষণা করা হতে পারে। ২০০৬-১০ সাল পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের কোচ ছিলেন দুঙ্গা।

তাঁর কোচিংয়ে ২০০৭ সালে কোপা আমেরিকা আর ২০০৯ সালে কনফেডারেশন কাপ জেতে ব্রাজিল। তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হন দুঙ্গা। স্কোলারি বিদায়ের পর ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসাবে দুঙ্গার প্রত্যাবর্তনের রাস্তা আরও একবার প্রশস্থ হল।

.