Maracana's Hall of Fame: এবার ব্রাজিল চাইছে মেসির পায়ের ছাপ! চিরপ্রতিদ্বন্দ্বী দেশের চিঠি ক্যাপ্টেন আর্জেন্টিনাকে

Maracana's Hall of Fame: মারাকানা এখন মেসির অপেক্ষায়। মারাকানার হল অফ ফেমেএ থাকুক লিওর পায়ের ছাপ। এই মর্মেই আর্জেন্টিনার ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে মারাকানার পরিচালন কমিটির প্রেসিডেন্টের। মারাকানায় রয়েছে পেলে-বেকেনবাওয়ারদের ফুটপ্রিন্ট। এখন দেখার মেসি এই আমন্ত্রণে সাড়া দেন কিনা!  

Updated By: Dec 21, 2022, 02:11 PM IST
Maracana's Hall of Fame: এবার ব্রাজিল চাইছে মেসির পায়ের ছাপ! চিরপ্রতিদ্বন্দ্বী দেশের চিঠি ক্যাপ্টেন আর্জেন্টিনাকে
এবার লিওকে চাইছে রিও!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান'। লিওনেল মেসির (Lionel Messi) চরণে এই শব্দ-অর্ঘ্য দেওয়াই যায়। এবার খোদ ব্রাজিল (Brazil) চাইছে আর্জেন্টিনার (Argentina) ভূমিপুত্রের পায়ের ছাপ। মারাকানার হল অফ ফেম (Maracana's Hall of Fame)-এ থাকুক লিওর ফুটপ্রিন্ট। এই মর্মেই বিশ্বজয়ী ক্যাপ্টেন আর্জেন্টিনার কাছে চলে এসেছে পেলের (Pele) দেশের বিশেষ আমন্ত্রণ। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে রিও ডি জেনেইরো স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্স (Rio de Janeiro State Sports Superintendence)। তারাই আইকনিক মারাকান স্টেডিয়াম (Maracana Stadium) দেখভালের দায়িত্বে রয়েছে। সংস্থার প্রেসিডেন্ট আদ্রিয়ানো স্যান্টোস নিজে চিঠি লিখেছেন মেসিকে।

সেই চিঠিতে লেখা হয়েছে, 'মেসি ইতিমধ্যে মাঠ এবং মাঠের বাইরে নিজের ছাপ রেখেছে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর মেসির নাম থাকবে। মারাকানাও চায় মেসির মতো জিনিয়াস শ্রদ্ধা জানাতে।' মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে নেইমারদের দেশে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তাঁর পায়ের ছাপও থাকবে মারাকানায়। ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনাল্ডো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এখানে এসে পায়ের ছাপ দিয়ে গিয়েছেন। এবার মারাকানা মেসির অপেক্ষায়। দেখা যাক লিও এবার রিওতে যান কিনা! 

কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। গত রবিবার লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। ৩৬ বছর পর আর্জেন্টিনা ফের বিশ্বকাপ জেতে। তাদের জার্সিতে এবার থেকে দুইয়ের বদলে থাকবে তিনটি তারা। 

আরও পড়ুন: Antonia Farías: মেসিকে সেদিন মাঠে জড়িয়ে ধরেছিলেন যে মহিলা তাঁর আসল পরিচয় জানলে অবাক হবেন...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.