পাওলিনহোর বিশ্বমানের গোল, রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল ব্রাজিল
ব্যুরো: উরুগুয়েকে চার-এক গোলে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাকা করে ফেলল ব্রাজিল। এদিন ব্রাজিলের জয়ে হ্যাটট্রিক করে নজর কাড়লেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার পাওলিনহো। একটি গোল করেন নেইমার। এদিন ম্যাচের গতির বিরুদ্ধে সবাইকে চমকে দিয়ে গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। পেনাল্টি থেকে গোল করে যান এডিনসন কাভানি। তবে পাওলিনহোর বিশ্বমানের গোলে সমতা ফেরায় ব্রাজিল। দুর পাল্লার জোরালো শটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান বাড়ান সেই পাওলিনহোই।
ম্যাচ শেষ হওয়ার ষোল মিনিট আগে দলের হয়ে তৃতীয় গোলটি করেন নেইমার। গোলকিপারের মাথার উপর দিয়ে বল চিপ করে গোল করে যান তিনি। ইঞ্জুরি টাইমে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন পাওলিনহো। ম্যাচ জিতে ঘরের মাঠে উরুগুয়ের চোদ্দ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল ব্রাজিল। এরই সঙ্গে টিটের কোচিংয়ে টানা আটটি ম্যাচ জিতলেন মার্সেলোরা। এই ম্যাচের আগেই দশ দলের লাতিন আমেরিকার গ্রুপে শীর্ষে ছিল ব্রাজিল। বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করার জন্য মাত্র একটি জয় প্রয়োজন ছিল নেইমারদের। শীর্ষে থেকেই রাশিয়া বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলল ব্রাজিল।