রিওই শেষ, ট্র্যাকে আর দৌঁড়াবেন না বিশ্বের দ্রুততম মানব

আর শুধু এই বছরটা। ব্যস, তারপরই শেষ। আর দেখা যাবে না 'বিদ্যুৎ'। রিও অলিম্পিকের পরই ট্র্যাকের সফর শেষ করতে চলেছেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট।

Updated By: Mar 22, 2016, 01:03 PM IST
রিওই শেষ, ট্র্যাকে আর দৌঁড়াবেন না বিশ্বের দ্রুততম মানব

ওয়েব ডেস্ক: আর শুধু এই বছরটা। ব্যস, তারপরই শেষ। আর দেখা যাবে না 'বিদ্যুৎ'। রিও অলিম্পিকের পরই ট্র্যাকের সফর শেষ করতে চলেছেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট।

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল বোল্টের অবসর নিয়ে। জানুয়ারির গোড়ার দিকে শোনা যাচ্ছিল রিওতে নয়, টোকিওর পর থামবেন বিশ্বের দ্রুততম স্প্রিন্টার। কিন্তু এবার তিনি নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন যে, জাপান পর্যন্ত যাচ্ছেন না, রিওতেই শেষ তাঁর অলিম্পিক সফর। বলেন, 'আরও চার বছর মোটিভেশন ধরে রাখা সম্ভব নয়। তাই অবশ্যই এটাই আমার শেষ অলিম্পিক।' শুধু অলিম্পিক থেকেই নয়, রিওর পরে ট্র্যাক থেকেও পাকাপাকি অবসর নিয়ত চলেছেন উসেইন বোল্ট।

.