Dhyan Chand Biopic: বড় পর্দায় হকির জাদুকর কিংবদন্তি Dhyan Chand-এর বায়োপিক
ধ্যান চাঁদের (Dhyan Chand Biopic) চরিত্রে কে অভিনয় করবেন তা অবশ্য এখনও জানা যায়নি। ছবির কাস্টিং নিয়ে কোনও তথ্য সামনে আসেনি।
নিজস্ব প্রতিবেদন: বলিউডে বায়োপিকের (biopic) রমরমা। সাম্প্রতিক কালে খেলা জগতের তারকাদের নিয়ে একের পর এক বায়োপিক (biopic) তৈরি হচ্ছে। কিংবদন্তি ধ্যান চাঁদের (Dhyan Chand) বায়োপিক এবার বড় পর্দায়।
উড়তা পঞ্জাব, ইশকিয়া, সোনচিড়িয়া (Sonchiriya) মতো হিট ছবির পরিচালক অভিষেক চৌবে (Abhishek Chaubey) ছবির পরিচালনায়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধ্যান চাঁদের (Dhyan Chand) বায়োপিকের কথা ঘোষণা করেন ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা। ২০২২ সালে মুক্তি পাবে ছবিটি।
1500+ goals, 3 Olympic gold medals, and a story of India’s pride...
It gives us immense pleasure to announce our next with #AbhishekChaubey - a biopic on the Hockey Wizard of India- #DHYANCHAND@RSVPMovies @prem_rajgo @pashanjal @realroark #SupratikSen @bluemonkey_film pic.twitter.com/hPbf8wrDVp
— Ronnie Screwvala (@RonnieScrewvala) December 15, 2020
টুইটারে জানানো হয়েছে, ১৫০০-র বেশি গোল, অলিম্পিকে তিনটি সোনার পদক, ভারতের গৌরবগাথা-আমাদের কাছে বড়ই গর্বের যে আমরা পরের ছবি অভিষেক চৌবের পরিচালনায় হতে চলেছে হকির জাদুকর ধ্যান চাঁদের বায়োপিক। ধ্যান চাঁদের (Dhyan Chand Biopic) চরিত্রে কে অভিনয় করবেন তা অবশ্য এখনও জানা যায়নি। ছবির কাস্টিং নিয়ে কোনও তথ্য সামনে আসেনি।
আরও পড়ুন- Syed Mushtaq Ali T20 Trophy: পঞ্জাবের সম্ভাব্য ৩০ জনের দলে Yuvraj, BCCI-এর অনুমতির অপেক্ষায় যুবি
১৯২৮, ১৯৩২, ১৯৩৬ সালে অলিম্পিকে ভারতকে সোনা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেজর ধ্যান চাঁদ (hockey legend Dhyan Chand)। ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে ভারতের হয়ে ১৪টি গোল করেন ধ্যান চাঁদ। ১৯৩২ সালে লস এঞ্জেলস অলিম্পিকে আমেরিকার বিরুদ্ধে ২৪-১ গোলে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে ৮ গোল করেছিলেন ধ্যান চাঁদ। ১৯৪৮ সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মেজর ধ্যান চাঁদ। ১৯৫২ সালে ধ্যান চাঁদের (hockey legend Dhyan Chand) আত্মজীবনী 'গোল' প্রকাশ হয়।
আরও পড়ুন- বার্সেলোনায় বেতন কমতে পারে Lionel Messi-র!