WATCH | IPL 2024: আইপিএল অশ্রাব্য ভাষায় 'যৌনগন্ধী' খেলার বর্ণনা! ভোজপুরী ধারাভাষ্যকাররা এ কী বললেন...
Bhojpuri commentators slammed for offensive language KKR vs SRH IPL 2024 Match: ক্রিকেট ভদ্রলোকের খেলা! এই প্রবাদ কার্যত মাটিতে মিশিয়ে দিলেন ভোজপুরী ধারাভাষ্যকাররা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোজপুরী গান এবং সিনেমা নিয়ে সমাজের একাংশের মানুষের তীব্র আপত্তি রয়েছে। যা দীর্ঘদিন ধরেই চলছে। কারণ পর্দায় যে দৃশ্য দেখানো হয়, তা চরম অশালীন বললেও কম। আর এর সঙ্গেই অশ্রাব্য ভাষায় লেখা দ্ব্যর্থক সংলাপ। এবার এহেন 'অসভ্যতা'র অভিযোগ উঠল চলতি আইপিএলে ভোজপুরী ধারাভাষ্য়কারদের বিরুদ্ধে। অবিলম্বে তাঁদের কমেন্ট্রি বক্স থেকে সরানো হোক বলেই দাবি নেটপাড়ার। জিও সিনেমা চলতি আইপিএলে ১১ জন ভোজপুরী ধারাভাষ্য়কারকে বেছে নিয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন রবি কিশানের মতো হেভিওয়েটও।
এবার আসা যাক ঘটনায়। গত ২৩ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরবাদ। জয়ের জন্য় সানরাইজার্সের টার্গেট ছিল ২০৯। ১৯ নম্বর ওভারে বল করতে এসেছিলেন মিচেল স্টার্ক। তাঁর দ্বিতীয় বলে হেনরিক ক্লাসেন মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান। স্টার্ক মার খাওয়ার পরেই ভোজপুরী ধারাভাষ্য়কাররা যেরকম যৌনগন্ধী দ্ব্যর্থক অশালীন শব্দ প্রয়োগ করলেন, তা কহতব্য় নয়। তাঁদের বক্তব্য়ের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে।
অনেকে বিসিসিআই-কে আসামীর কাঠগড়ায় তুলেছেন। কারোর বক্তব্য় ডিনার টেবলে বসে পরিবারের সবাই একসঙ্গে বসে আইপিএল দেখেন, তাঁরা এই জিনিস কী করে মেনে নেবেন। আইপিএলে ভোজপুরীতে ধারাভাষ্য যুক্ত হওয়ার পর থেকেই অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এবার যেন সব সীমা ছাড়িয়ে গেল। খুব স্বাভাবিক ভাবেই ধারাভাষ্যকারদের বক্তব্য় এখানে লিখিত ভাবে তুলে ধরা সম্ভব হল না। কারণ সেই ভাষা যেমন বলারও নয়, তেমনই লেখারও নয়। প্রতিবেদনের সঙ্গে ভিডিয়ো জুড়ে দেওয়া হল। ইডেনে ওই ম্য়াচ কেকেআর হারিয়ে চার রানে হারিয়ে দেয় সানরাইজার্সকে। হর্ষিত রানার অসাধারণ শেষ ওভারেই বাজিমাত করেন শ্রেয়স আইয়াররা।
আরও পড়ুন: Harshit Rana | KKR vs SRH | IPL 2024: ইডেনের নায়ক খেলা শেষে 'ভিলেন'! নিজের দোষেই বিরাট ক্ষতি রানার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)