রাহানের ছক্কা স্ট্যান্ডে পড়তেই বল নিয়ে সেলফি দর্শকের, খেলা শুরু হতে দেরি

Updated By: Feb 10, 2015, 03:17 PM IST
রাহানের ছক্কা স্ট্যান্ডে পড়তেই বল নিয়ে সেলফি দর্শকের, খেলা শুরু হতে দেরি

 

ওয়েব ডেস্ক: সেলফি ক্রেজের খপ্পরে এবার ক্রিকেট ম্যাচ। খেলার মাঝখানে দর্শকদের বলের সঙ্গে সেলফি তোলার চক্করে ম্যাচে বিঘ্ন ঘটল। অ্যাডিলেডে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে আজিঙ্কা রাহানের ওভার বাউন্ডারি মারা বলটা স্যান্ডে পড়তেই সেলফি প্রেমে আক্রান্ত হয়। সেই বলকে সামনে নিয়ে সেলফি তুলতে দাঁড়িয়ে পড়েন দুই দর্শক (ছবিতে)। বলের অপেক্ষায় তখন দাঁড়িয়ে ক্রিকেটার, আম্পায়ররা।

হর্ষ ভোগলে এই ছবিকে নিয়ে বলছেন, সেলফি অফ দি ইয়ার। সৌরভ গাঙ্গুলি হাসছেন। রাসেল আনর্ল্ডের মত প্রাক্তন ক্রিকেটাররা ছবিটা শেয়ার করছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেদার শেয়ার হচ্ছে এই ছবিটি।

সোচিতে শীতকালানী অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আর গ্লাসগো কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলিটদের সেলফি তোলার হিড়িকে মার্চ পাস্ট এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু খেলার মাঝে এভাবে বল নিয়ে সেলফিতে ম্যাচে বিঘ্ন ঘটা সম্ভবত প্রথম।  

.