বুমরাহর মতো স্টাম্প ভাঙা দেখুন স্টেন, মালিঙ্গাদের

শুক্রবার ভারতের বড় ব্যবধানে জয় উইকেটেক নেওয়ার দিক থেকে সবথেকে সফল বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে থাকেব যশপ্রীত বুমরাহর চামিরাকে আউট করাটা। বুমরাহর বলে চামিরার স্টাম্প শুধু ছিটকেই যায় না, একেবারে ভেঙে যায়।

Updated By: Feb 13, 2016, 10:06 AM IST
বুমরাহর মতো স্টাম্প ভাঙা দেখুন স্টেন, মালিঙ্গাদের

ওয়েব ডেস্ক: শুক্রবার ভারতের বড় ব্যবধানে জয় উইকেটেক নেওয়ার দিক থেকে সবথেকে সফল বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে থাকেব যশপ্রীত বুমরাহর চামিরাকে আউট করাটা। বুমরাহর বলে চামিরার স্টাম্প শুধু ছিটকেই যায় না, একেবারে ভেঙে যায়।

তাই এই ভিডিওতে দেখুন এমন কিছু সব উইকেট নেওয়া। যেখানে ডেল স্টেন, জাহির খান, আশিস নেহরা, শোয়েব আখতার, শন টেট, লসিথ মালিঙ্গা, ওয়াসিম আক্রম, উমর গুল, ফ্লিনটফ, শ্রীসন্থ, গ্লেন ম্যাকগ্রাথরা হয় বিপক্ষের উইকেট ভেঙে দিচ্ছেন। অথবা হাওয়ায় ছিটকে দিচ্ছেন। দেখতে ভালো লাগবে।

 

.