ISL 2020-21: হার SC East Bengal-এর, প্রথম লেগের বদলা নিল সুনীলরা
অন্যদিকে ফের হারে শেষ চারের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল।
নিজস্ব প্রতিবেদন : প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ নিল বেঙ্গালুরু এফসি। আইএসএলে হার এসসি ইস্টবেঙ্গলের। লাল-হলুদকে ২-০ গোলে হারাল সুনীল ছেত্রীরা।
FULL-TIME | #SCEBBFC @bengalurufc register their first win of 2021 after beating @sc_eastbengal in Vasco!#HeroISL #LetsFootball pic.twitter.com/53UEqS9Muw
— Indian Super League (@IndSuperLeague) February 2, 2021
এসসি ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি দুই দলই আগের ম্যাচ ড্র করে। মঙ্গলবার জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল দুই দল। শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করে রবি ফাউলারের দল। কিন্তু ১২ মিনিটে ক্লেইটন সিলভার গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। পিছিয়ে পরে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠেন ব্রাইটরা। উল্টোদিকে লাল-হলুদ রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে বার বার আক্রমণে উঠে আসেন সুনীলরাও।
HALF-TIME | #SCEBBFC @bengalurufc head into the interval with a comfortable lead!#HeroISL #LetsFootball pic.twitter.com/u10y4FRggV
— Indian Super League (@IndSuperLeague) February 2, 2021
কিন্তু বিরতির আগেই বড় ধাক্কা খায় ফাউলারের দল। বেঙ্গালুরু এফসি-র প্রয়াগের শট পোস্টে লেগে ফেরার সময় লাল-হলুদ গোলরক্ষক দেবজিৎ মজুমদারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। বিরতিতে ০-২ গোলে পিছিয়ে পড়ে এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি এসসি ইস্টবেঙ্গল। উল্টে গোল ব্যবধান বাড়াতে তৎপর হয়ে ওঠে বেঙ্গালুরু এফসি।
আরও পড়ুন- ISL 2020-21: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, বহিষ্কৃত Odisha FC কোচ
এই ম্যাচ জেতায় ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে উঠে এল বেঙ্গালুরু এফসি। অন্যদিকে ফের হারে শেষ চারের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০ নম্বরে লাল-হলুদ।
আরও পড়ুন- সব ধরনের ক্রিকেট থেকে অবসর Ashoke Dinda-র, এবার কি রাজনীতিতে?