ওড়িশাকে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে উঠল বাংলা

ডু অর ডাই ম্যাচে জ্বলে উঠল বাংলা। ওড়িশাকে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে জায়গা করে নিল মৃদুল ব্যানার্জির দল। পরের রাউন্ডে যেতে গেলে সোমবার জিততেই হত বাংলার তরুণ ব্রিগেডকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলা শিবিরকে তাতান কোচ মৃদুল ব্যানার্জি। রাজা দাস, জীতেন মূর্মূদের পেপটক দেন প্রাক্তন ফুটবলার অজয় সিং। তাতে কাজও হয়। গোটা ম্যাচে দুরন্ত ফুটবল খেলে বাংলা। যদিও গোলের জন্য দ্বিতীয়ার্ধের আঠাশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মৃদুল ব্যানার্জির দলকে। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় বাংলা। প্রথমে হেডে গোল করেন মনোতোষ চাকলাদার। জীতেন মূর্মূর গোল বাংলার জয় নিশ্চিত করে দেয়। দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলা কোচ মৃদুল ব্যানার্জি। তাঁর দাবি সোমবার চার বা পাঁচ গোলে জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না। মঙ্গলবার দুপুরে শহরে ফিরছে বাংলা দল। আরও পড়ুন- এই ছয় কারণেই বিরাটের নেতৃত্বাধীন ভারত টেস্ট ক্রিকেটে ১ নম্বর

Updated By: Jan 2, 2017, 11:04 PM IST
ওড়িশাকে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে উঠল বাংলা

ব্যুরো: ডু অর ডাই ম্যাচে জ্বলে উঠল বাংলা। ওড়িশাকে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে জায়গা করে নিল মৃদুল ব্যানার্জির দল। পরের রাউন্ডে যেতে গেলে সোমবার জিততেই হত বাংলার তরুণ ব্রিগেডকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলা শিবিরকে তাতান কোচ মৃদুল ব্যানার্জি। রাজা দাস, জীতেন মূর্মূদের পেপটক দেন প্রাক্তন ফুটবলার অজয় সিং। তাতে কাজও হয়। গোটা ম্যাচে দুরন্ত ফুটবল খেলে বাংলা। যদিও গোলের জন্য দ্বিতীয়ার্ধের আঠাশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মৃদুল ব্যানার্জির দলকে। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় বাংলা। প্রথমে হেডে গোল করেন মনোতোষ চাকলাদার। জীতেন মূর্মূর গোল বাংলার জয় নিশ্চিত করে দেয়। দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলা কোচ মৃদুল ব্যানার্জি। তাঁর দাবি সোমবার চার বা পাঁচ গোলে জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না। মঙ্গলবার দুপুরে শহরে ফিরছে বাংলা দল। আরও পড়ুন- এই ছয় কারণেই বিরাটের নেতৃত্বাধীন ভারত টেস্ট ক্রিকেটে ১ নম্বর

.