মানসিক লড়াইয়ে সৌম্যজিত, স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার

 ফের জাতীয় দলে কামব্যাক করার স্বপ্ন দেখছেন বাংলার টিটি তারকা সৌম্যজিত ঘোষ। কঠিন লড়াইয়ের জন্য মানসিক দিক দিয়ে তৈরি হচ্ছেন সৌম্যজিত।

Updated By: Jan 24, 2019, 01:54 PM IST
মানসিক লড়াইয়ে সৌম্যজিত, স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার

নিজস্ব প্রতিবেদন: ফের জাতীয় দলে কামব্যাক করার স্বপ্ন দেখছেন বাংলার টিটি তারকা সৌম্যজিত ঘোষ। কঠিন লড়াইয়ের জন্য মানসিক দিক দিয়ে তৈরি হচ্ছেন সৌম্যজিত।

আরও পড়ুন- পাণ্ডিয়া-রাহুল বিশ্বকাপ দলে না থাকলে কি প্রভাব পড়বে? গম্ভীর মত গৌতমের

ব্যক্তিগত সমস্যার দূরে সরিয়ে এবার ভারতীয় দলের কামব্যাকের স্বপ্ন দেখছেন বাংলার টিটি তারকা সৌম্যজিত ঘোষ। বিয়ের পাঁচ মাসের মধ্যেই সৌম্যজিতের বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন স্ত্রী । সেই মামলায় জামিন পেয়েছেন টিটি তারকা আর তাঁর পরিবারের সদস্যরা। বিয়ের পর মনে করা হয়েছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে। উল্টে ক্রমশ জটিলতর হচ্ছে পরিস্থিতি। সৌম্যজিতের দাবি তিনি নির্দোষ।

আরও পড়ুন- ব্যাটসম্যানকে কালো বলে কটূক্তি , কথা বললেন মা তুলেও! সরফরাজের মন্তব্যে তোলপাড় ক্রিকেট বিশ্ব

একদিকে আগের জায়গায় ফেরা। অন্যদিকে স্ত্রী করা মামলায় নিজেকে নির্দোষ প্রমাণিত করা। লড়াইটা খুবই কঠিন। কঠিন লড়াইয়ের জন্য মানসিক দিক দিয়ে তৈরি হচ্ছেন সৌম্যজিত।

.