রঞ্জি ট্রফির বাংলা দল নির্বাচন পিছিয়ে গেল

রঞ্জি ট্রফির বাংলা দল নির্বাচন আরও কিছুদিন পিছিয়ে গেল। অক্টোবরের তৃতীয় সপ্তাহে দল নির্বাচন হতে পারে। আর তা না হলে পুজোর পর দল নির্বাচন হবে। এমনটাই ইঙ্গিত দিয়ে সিএবি কর্তা ও নির্বাচকরা। নির্বাচকদের মতে বাংলা দল এখনও মাঠে তেমনভাবে নেট প্র্যাকটিস করতে পারেনি। শুধু ইন্ডোরের প্র্যাকটিসের উপর নির্ভর করে দল নির্বাচন করা যায় না।

Updated By: Oct 6, 2012, 07:36 PM IST

রঞ্জি ট্রফির বাংলা দল নির্বাচন আরও কিছুদিন পিছিয়ে গেল। অক্টোবরের তৃতীয় সপ্তাহে দল নির্বাচন হতে পারে। আর তা না হলে পুজোর পর দল নির্বাচন হবে। এমনটাই ইঙ্গিত দিয়ে সিএবি কর্তা ও নির্বাচকরা। নির্বাচকদের মতে বাংলা দল এখনও মাঠে তেমনভাবে নেট প্র্যাকটিস করতে পারেনি। শুধু ইন্ডোরের প্র্যাকটিসের উপর নির্ভর করে দল নির্বাচন করা যায় না।
তার উপর রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম ম্যাচ ২রা নভেম্বর ঘরের মাঠে। ফলে এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলেই মনে করেন নির্বাচক সতিন্দর সিং।  তিনি বলেন ঋদ্ধিমান সাহা ও মনোজ তেওয়ারি এখন দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ব্যস্ত। দল নির্বাচনের ক্ষেত্রে তাঁদের পরামর্শ নেওয়াটাও জরুরি। এদিকে সিনিয়র ক্রিকেটারদের রঞ্জি দলে নেওয়া নিয়ে সিএবি এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।

.