বাংলার ক্যাম্প অস্ট্রেলিয়ায়
সামনের রঞ্জি মরসুমের আগে প্রিসিজন ক্যাম্প করার জন্য অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেল বাংলা দল। সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস দুটি ক্রিকেট দলই তাদের পরিকাঠামো ব্যবহার করার অনুমতি দিয়েছে সিএবির যুগ্মসচিব বিশ্বরূপ দে-কে। সিএবি-র যুগ্মসচিব গোটা ঘটনাটি সিএবি সভাপতি জগমোহন ডালমিয়াকে জানিয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে এবছর সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ মনোজদের প্রিসজন ক্যাম্প হতে পারে অস্ট্রেলিয়াতে।
সামনের রঞ্জি মরসুমের আগে প্রিসিজন ক্যাম্প করার জন্য অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ পেল বাংলা দল। সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস দুটি ক্রিকেট দলই তাদের পরিকাঠামো ব্যবহার করার অনুমতি দিয়েছে সিএবির যুগ্মসচিব বিশ্বরূপ দে-কে। সিএবি-র যুগ্মসচিব গোটা ঘটনাটি সিএবি সভাপতি জগমোহন ডালমিয়াকে জানিয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে এবছর সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ মনোজদের প্রিসজন ক্যাম্প হতে পারে অস্ট্রেলিয়াতে।