সচিন, সৌরভ, দ্রাবিড়-ত্রিফলা দিয়ে ক্রিকেটের উন্নতি চায় বিসিসিআই

ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য সচিন, সৌরভ, দ্রাবিড়কে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কিন্তু ভারতীয় ক্রিকেটের ত্রয়ী নাকি এখনও সরকারিভাবে কিছুই জানেন না। রাহুল দ্রাবিড় পরিস্কার জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টিই তারা সংবাদমাধ্যম থেকে জেনেছেন। বিসিসিআই-এর তরফ থেকে কেউ তার সঙ্গে এখনও কোনও কথা বলেননি। দ্রাবিড় বলেন আগে বিসিসিআই প্রস্তাব দিক তারপর ভেবে দেখবেন। এদিকে বোর্ডের তরফ থেকে সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই তিনি সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলবেন। অনুরাগ বলেন ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ ও আইপিএলের ব্যাপারে এই ৩ ক্রিকেটারের পরামর্শ নেবে বিসিসিআই। পাশাপাশি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির উন্নতির বিষয়েও এদের পরামর্শ নেওয়া হবে।

Updated By: May 6, 2015, 10:46 PM IST
সচিন, সৌরভ, দ্রাবিড়-ত্রিফলা দিয়ে ক্রিকেটের উন্নতি চায় বিসিসিআই

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য সচিন, সৌরভ, দ্রাবিড়কে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কিন্তু ভারতীয় ক্রিকেটের ত্রয়ী নাকি এখনও সরকারিভাবে কিছুই জানেন না। রাহুল দ্রাবিড় পরিস্কার জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টিই তারা সংবাদমাধ্যম থেকে জেনেছেন। বিসিসিআই-এর তরফ থেকে কেউ তার সঙ্গে এখনও কোনও কথা বলেননি। দ্রাবিড় বলেন আগে বিসিসিআই প্রস্তাব দিক তারপর ভেবে দেখবেন। এদিকে বোর্ডের তরফ থেকে সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই তিনি সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলবেন। অনুরাগ বলেন ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ ও আইপিএলের ব্যাপারে এই ৩ ক্রিকেটারের পরামর্শ নেবে বিসিসিআই। পাশাপাশি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির উন্নতির বিষয়েও এদের পরামর্শ নেওয়া হবে।

 

.