করোনা আতঙ্ক BCCI হেডকোয়ার্টারে! বড়সড় সিদ্ধান্ত সৌরভের বোর্ডের
করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই।
নিজস্ব প্রতিবেদন: ভাইরাস ভীতি জাঁকিয়ে বসেছে বিশ্বজুড়ে। হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় মুম্বইয়ে বোর্ডের হেডকোয়ার্টার একেবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। অফিস বন্ধ হয়ে গেলেও কাজ বন্ধ হচ্ছে না। ওয়ার্ক ফ্রম হোম অর্থাত্ বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকর্মীদের।
করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই। ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজও বাতিল হয়েছে করোনাভাইরাসের কারণেই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পরিস্থিতি পর্যালোচনা করে এবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোর্ডের সদর দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলির বোর্ডের।
অফিস বন্ধ হলেও কাজকর্ম চালু থাকছে। বোর্ডকর্মীদের ওয়ার্ক ফ্রম হোম অর্থাত্ বাড়ি থেকে কাজ করার নির্দেশিকা দেওয়া হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, "এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। তবে দৈনন্দিন কাজ বন্ধ হতে পারে না। তাই এই ব্যবস্থা।"
আরও পড়ুন - করোনা কেড়ে নিল তরুণ ফুটবল কোচের প্রাণ