ক্রীড়া বিল: বিসিসিআই-ক্রীড়ামন্ত্রক কাজিয়া তুঙ্গে

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নতুন ক্রীড়া বিল প্রত্যাখ্যান করা নিয়ে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ডকর্তাদের দাবি মত বিসিসিআই একটি স্বশাসিত সংস্থা নাকি সরকারের নিয়ন্ত্রনাধিন একটি সংস্থা,তা ঠিক করতে মঙ্গলবার বৈঠক ডেকেছেন চিফ ইনফর্মেশন অফিসার।  

Updated By: Oct 31, 2011, 09:02 PM IST

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নতুন ক্রীড়া বিল প্রত্যাখ্যান করা নিয়ে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ডকর্তাদের দাবি মত বিসিসিআই একটি স্বশাসিত সংস্থা নাকি সরকারের নিয়ন্ত্রনাধিন একটি সংস্থা,তা ঠিক করতে মঙ্গলবার বৈঠক ডেকেছেন চিফ ইনফর্মেশন অফিসার। ক্রীড়া বিলের মাধ্যমে ক্রীড়া সংস্থাগুলিকে সরকারী নিয়ন্ত্রনে আনার চেষ্টা শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, বিলাসরাও দশমুখের মত রাজনীতিকবিদদের বাধায় ব্যর্থ হওয়ার পরই এই বৈঠক ডাকা হয়েছে। এব্যাপারে চিফ ইনফর্মেশন অফিসারের হাতিয়ার হতে চলেছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ, যেখানে বলা হয়েছে বিসিসিআই কর্তারাও পাবলিক সার্ভেন্ট। কারণ বোর্ড বহু কোটি টাকা কর ছাড় পায় সরকারের কাছ থেকে। এছাড়াও পায় অন্যান্য সুযোগ সুবিধা। সবমিলিয়ে বিসিসিআই বনাম সরকারের সংঘাত চরমে। মঙ্গলবার চিফ ইনফরমেশন কমিশনারের বৈঠকে চুড়ান্ত হয়ে যেতে পারে বোর্ড তথ্যের অধিকার আইনের অধীনে আসবে কিনা।

.