Paris Olympics 2024: নীরজদের তাতাচ্ছে রোহিতদের বোর্ড, কোটি কোটি টাকা দিল BCCI, বিরাট ঘোষণা জয় শাহ-র

BCCI Announces Huge Amount For 257-Member Indian Contingent: প্য়ারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা তেরঙা তুলে ধরুক বিশ্বের দরবারে। এমনটাই প্রতিটি ভারতীয়র মতোই চায় বিসিসিআই-ও। জয় শাহ-র বিরাট ঘোষণা।  

Updated By: Jul 21, 2024, 07:41 PM IST
Paris Olympics 2024: নীরজদের তাতাচ্ছে রোহিতদের বোর্ড, কোটি কোটি টাকা দিল BCCI, বিরাট ঘোষণা জয় শাহ-র
অলিম্পিক্সে বিসিসিআই-এর বিরাট অবদান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক পাঁচ দিন। তারপরেই শুরু 'গ্রেটেস্ট শো অন আর্থ', মাল্টি স্পোর্টস ইভেন্টের শেষ কথা- অলিম্পিক্স। এবার প্য়ারিসে (Paris Olympics 2024) মহাযুদ্ধ। বিশ্বের দরবারে তেরঙা তুলে ধরার গুরুদায়িত্ব ১১৭ জন (৭০ পুরুষ, ৪৭ মহিলা) ভারতীয় অ্যাথলিটের। ৬৯টি ইভেন্টে ৯৫টি পদকের জন্য় লড়াই। তাঁদের সঙ্গ দেবেন ১৪০ জন সাপোর্ট স্টাফ। ২৫৭ সদস্য়ের টিম যাচ্ছে প্য়ারিস।

নীরজ চোপড়া (Neeraj Chopra), পিভি সিন্ধুদের (PV Sindhu) তাতাতে মাঠে নামল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah) রবি সন্ধ্য়ায় এক্স হ্য়ান্ডেলে জানালেন যে, অ্যাথলিটদের কথা ভেবেই ইন্ডিয়ান অলিম্পিক অ্য়াসোসিয়েশনকে (Indian Olympic Association) বিরাট আর্থিক সমর্থন করছে বিসিসিআই।

আরও পড়ুন: 'দেখবেন এবার আমি...!' সিন্ধুর চোখে সোনার চকমকে স্বপ্ন, পাড়ুকোনকে নিয়েই প্যারিসে

জয় লেখেন, 'বিসিসিআই আমাদের অসাধারণ অ্যাথলিটদের পাশে রয়েছে। যারা ভারতের হয়ে প্য়ারিস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করছেন। আমরা ৮.৫ কোটি টাকা ইন্ডিয়ান অলিম্পিক অ্য়াসোসিয়েশনকে দিলাম এই অভিযানের জন্য়। অত্য়ন্ত গর্বের সঙ্গে এই ঘোষণা করছি। পুরো দলকে আমাদের শুভকামনা। আমরা ভারতকে গর্বিত করুন। জয় হিন্দ।' ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে ভারত জিতেছিল ৭টি পদক। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারত জিতেছিল হাফ জজন পদক। নিজেদের পারফরম্যান্সকেই ছাপিয়ে গিয়েছিল ভারত। গোটা দেশ আজ জয়গান করেছিল নীরজ-মীরাবাঈ-সিন্ধুদের জন্য।

অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফিরেছিলেন নীরজ (জ্যাভলিনে সোনা), মীরাবাঈ চানু (৪৯ কেজি ভারোত্তোলনে রুপো), রবি দাহিয়া (৫৭ কেজি ভারোত্তোলনে রুপো), লভলিনা বড়গোহাঁই (মহিলাদের ওয়াল্টারওয়েট বক্সিং), পিভি সিন্ধু (মহিলা সিঙ্গলসের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ) ও বজরং পুনিয়া (ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজিতে ব্রোঞ্জ)। ভারতীয় পুরুষ হকি দলেরও এসেছে ঐতিহাসিক ব্রোঞ্জ। দেখা যাক ভারত এবার প্য়ারিসে গিয়ে টোকিয়োর সাফল্য় ছা়ড়িয়ে যেতে পারে কিনা!

আরও পড়ুন: জিতিয়েছেন ডুরান্ড-লিগ শিল্ড, বাগানে এখন অতীত, মলিনা আনলেন সোনার বলের মালিককে

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.