BCCI: ছাঁটাইয়ের পরও কামব্যাক! রোহিতদের নির্বাচক হিসেবে ফিরলেন সৌরভ ঘনিষ্ঠ চেতন শর্মা

২০২৩ সালের শুরুতে শ্রীলঙ্কা সিরিজে একাধিক পরিবর্তন এনে আগামীর জন্য দলকে তৈরি করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন চেতন শর্মার বোর্ড। আসলে চেতন শর্মাকে আরও একবার সুযোগ দিতে চায় রজার বিনি ও জয় শাহের বোর্ড। তাই প্রাক্তন জোরে বোলারকে ফের একবার সুযোগ দেওয়া হল। গত ১ জানুয়ারি বৈঠকে বসেছিল বিসিসিআই।

Updated By: Jan 7, 2023, 05:39 PM IST
BCCI: ছাঁটাইয়ের পরও কামব্যাক! রোহিতদের নির্বাচক হিসেবে ফিরলেন সৌরভ ঘনিষ্ঠ চেতন শর্মা
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের ঘনিষ্ঠ চেতন শর্মাকে ফের মুখ্য নির্বাচক হিসেবে বেছে নিল বিসিসিআই। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরল ঘটনা। সময় কেটে গেলেও কোনও উল্লেখযোগ্য নাম জমা পড়েনি। আর তাই শেষ পর্যন্ত চাকরি থেকে সরিয়ে দেওয়া চেতন শর্মাকেই (Chetan Sharma) ফের একবার মুখ্য জাতীয় নির্বাচক (National Chief Selector) হিসেবে বেছে নিল বিসিসিআই (BCCI)। শোনা গিয়েছিল নতুন ক্রিকেট পরামর্শদাতা কমিটি এসে নির্বচকদের নির্বাচন করবে। শেষ পর্যন্ত অশোক মালহোত্রা (Ashok Malhotra), সুলক্ষণা নায়েক (Sulakshana Naik) এবং যতীন পারাঞ্জপের (Jatin Paranjape) ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি (Cricket Advisory Committee) প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারতের ঘনিষ্ঠ চেতন শর্মাকে ফের মুখ্য নির্বাচক হিসেবে বেছে নিল। তাঁর সঙ্গে বাকি চার নির্বাচক হলেন শিব সুন্দর দাস (Shiv Sundar Das), সুব্রত বন্দ্যোপাধ্যায় (Subroto Banerjee), সলিল অ্যাঙ্কোলা (Salil Ankola), শ্রীধরণ শরথ (Sridharan Sharath)। 

২০২৩ সালের শুরুতে শ্রীলঙ্কা সিরিজে একাধিক পরিবর্তন এনে আগামীর জন্য দলকে তৈরি করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন চেতন শর্মার কমিটি। আসলে চেতন শর্মাকে আরও একবার সুযোগ দিতে চায় রজার বিনি (Roger Binny) ও জয় শাহের (Jay Shah) বোর্ড। তাই প্রাক্তন জোরে বোলারকে ফের একবার সুযোগ দেওয়া হল। গত ১ জানুয়ারি বৈঠকে বসেছিল বিসিসিআই। তারপর মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে ক্রিকেট পরামর্শদাতা কমিটির তিন সদস্য অশোক মালহোত্রা, যতীন পারাঞ্জপে ও সুলক্ষণা নায়েক বৈঠকে বসেন নতুন নির্বাচক নিয়োগের ব্যাপারে। সেখানেই চেতন শর্মাকে ফের সুযোগ দেওয়ার ব্যাপারে ভাবা হয়। শোনা যাচ্ছে নির্বাচক কমিটির চেয়ারম্যানের বেতন হবে বছরে ১.২৫ কোটি টাকা। বাকি চার সদস্য পাবেন বছরে ১ কোটি টাকা করে। আগেও নির্বাচক কমিটির বেতন এটাই ছিল। ফলে আর বৃদ্ধি করা হচ্ছে না। 

আরও পড়ুন: Rishabh Pant Health Update: হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার শেষ, কেমন আছেন পন্থ? জেনে মেডিক্যাল আপডেট

আরও পড়ুন: Virat Kohli and Anushka Sharma: নতুন বছরে একেবারে অন্য মেজাজে বিরুষ্কা, দেখে নিন ফটো গ্যালারি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিদায়ের পর সবার আগে নির্বাচক কমিটি সরিয়ে দেয় বোর্ড। এরপর নতুন কমিটির জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেয়। একাধিক আবেদনপত্র জমা পড়ে। এরমধ্যে নকল আবেদনপত্র জমা পড়ে অনেক। প্রথমে নির্বাচক কমিটির প্রধান হিসেবে উঠেছিল অজিত আগরকরের নাম। পরে দেখা যায় তিনি আবেদনপত্র জমা দেননি। শ্রীলঙ্কার সিরিজের মধ্যে বা তারপর নতুন কমিটি তৈরি করতে পারে বোর্ড। চলতি বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ ছাড়াও রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার সুযোগ। সেইজন্য ফের চেতন শর্মার উপর ভরসা রাখলেন বোর্ড কর্তারা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.