ওয়েল ডান বাংলাদেশ! দিল্লিতে কঠিন পরিস্থিতিতে ম্যাচ খেলার জন্য ভারত-বাংলাদেশকে ধন্যবাদ জানালেন সৌরভ গাঙ্গুলি
দিল্লির দূষণের বাধা পেরিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারায় মাহমুদুল্লাহর বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদন : হেলথ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে দিল্লিতে। দিল্লির বাতাস সহ্যসীমার থেকে অনেকটাই বেশি দূষিত। রবিবারের ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই জন্য বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছে বার বার আর্জি জানিয়েছিলেন পরিবেশকর্মীরা। কিন্তু শেষ মুহূর্ত ম্যাচ সরানো সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেন বিসিসিআই সভাপতি। শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জিং আবহাওয়ার মধ্যে ম্যাচ খেলার জন্য ভারত এবং বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানালেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
দিল্লির দূষণের বাধা পেরিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারায় মাহমুদুল্লাহর বাংলাদেশ। ম্যাচ জেতার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানান সৌরভ। টুইট করে সৌরভ লেখেন, "কঠিন এই পরিস্থিতির মধ্যে ম্যাচ খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ জানাই। দারুন খেলেছ বাংলাদেশ..."
Thank u to both the teams to play this game @ImRo45 @BCBtigers under tuff conditions .. well done bangladesh ..
— Sourav Ganguly (@SGanguly99) November 3, 2019
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। ৭ নভেম্বর রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১০ নভেম্বর নাগপুরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ।
আরও পড়ুন - সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে প্রথম টি-২০ ম্যাচ ৭ উইকেটে জিতে নিল বাংলাদেশ