লোধাকে ধাক্কা দিতে বিসিসিআইয়ের বৈঠক, ছক কষছেন অনুরাগ ঠাকুর!

Updated By: Oct 13, 2016, 09:23 AM IST
লোধাকে ধাক্কা দিতে বিসিসিআইয়ের বৈঠক, ছক কষছেন অনুরাগ ঠাকুর!

ব্যুরো: ১৫ অক্টোবর বৈঠক করতে চলেছে বিসিসিআই। লোধাকে ধাক্কা দিতে এই বৈঠকে ছক কষতে চলেছেন অনুরাগ ঠাকুররা।  

লোধার সব প্রস্তাব মানতে নারাজ বিসিসিআই। সুপ্রিম কোর্টকে তা জানিয়েও দিয়েছে বোর্ডের আইনজীবী। কিন্তু সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে বোর্ডের যে সংস্থা এই প্রস্তাব কার্যকর করতে নারাজ তাদের কোনও অনুদান দেওয়া হবে না। তারা বিসিসিআই-এর আর্থিক সাহায্য পাবে না। কিন্তু বিসিসিআই তা মানতে নারাজ। উল্টে সংঘাতের পথে যাওয়ার জন্য ১৫ অক্টোবর ফুল অ্যাফিলিয়েটেড ইউনিটের সদস্যদের নিয়ে বৈঠক করতে চলেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা জানিয়েছেন পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক হবে ওই বৈঠকেই। লোধার প্রস্তাব কার্যকর করা নিয়ে বোর্ডের বক্তব্য ১৭ অক্টোবর সুপ্রিম কোর্ট শুনবে। বিসিসিআই সেদিন নিশর্তে লোধার প্রস্তাব কার্যকর করতে না চাইলে সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করবে। 

.