IPL 2021: দেশেই এবার আইপিএল! রোহিত-বিরাটদের ভ্যাকসিন দেওয়ার ভাবনা BCCI-এর

১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে আসন্ন আইপিএলের মিনি নিলাম।

Updated By: Jan 30, 2021, 11:20 PM IST
IPL 2021: দেশেই এবার আইপিএল! রোহিত-বিরাটদের ভ্যাকসিন দেওয়ার ভাবনা BCCI-এর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে আসন্ন আইপিএলের মিনি নিলাম। কিন্তু এবার কোথায় হবে আইপিএল তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের মাটিতেই আইপিএল করতে তৎপর বিসিসিআই। প্রয়োজনে আইপিএল-এর আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার ভাবনা-চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল জানিয়েছেন, "ভারতেই আইপিএল করার ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিকল্প কিছু ভাবছি না। কোভিডের কথাই যদি বলা হয় তাহলে সংযুক্ত আরব আমিরশাহির তুলনায় ভারতের অবস্থা ভাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ভারতেই হবে আইপিএল।"

আরও পড়ুন-  ISL 2020-21: Kerala Blasters-এর বিরুদ্ধে জয়ের খোঁজে ATK Mohun Bagan

পাশাপাশি আইপিএলের আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার ভাবনা চিন্তা করছে বোর্ড। এপ্রসঙ্গে অরুণ সিং ধুমল জানান, "সরকারের সঙ্গে ইতিমধ্যেই ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ করেছি। ক্রিকেটারদেরও ভ্যাকসিন দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করা হবে।" এমনকী মাঠে দর্শক প্রবেশের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ।

আরও পড়ুন-  এশীয় ক্রিকেট সংস্থার মসনদে অমিত-পুত্র Jay Shah

.