'আইপিএল'কে ব্যবহার করে লভ্যাংশ ইস্যুতে বাজিমাত করতে চাইছে বিসিসিআই

দশম আই পি এল ফাইনালে আইসিসি-র চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে আমন্ত্রন জানিয়েছে বোর্ডের প্রশাসনিক কমিটি। একুশে মে হায়দারাবাদে আইপিএলের ফাইনাল। শশাঙ্ক মনোহরকে আমন্ত্রন জানিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে সিওএ। তাঁদের উদ্দ্যেশ্য সেই সময় বোর্ড কর্তাদের সাথে শশাঙ্ক মনোহরকে মুখোমুখি বসিয়ে ত্রিশক্তি চুক্তি বিতর্কের  সমাধানের রাস্তা বের করা। আইসিসি-র থেকে প্রাপ্য লভ্যাংশ কমনোর প্রতিবাদে  ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। শেষপর্যন্ত  বোর্ডের প্রশাসনিক কমিটির নির্দেশে দল পাঠানোর সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা। প্রাপ্য লভ্যাংশ ইস্যুতে অবশ্য বিসিসিআই কর্তাদের পাশে থাকবে প্রশাসনিক কমিটি। 

Updated By: May 11, 2017, 11:36 PM IST
'আইপিএল'কে ব্যবহার করে লভ্যাংশ ইস্যুতে বাজিমাত করতে চাইছে বিসিসিআই

ওয়েব ডেস্ক: দশম আই পি এল ফাইনালে আইসিসি-র চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে আমন্ত্রন জানিয়েছে বোর্ডের প্রশাসনিক কমিটি। একুশে মে হায়দারাবাদে আইপিএলের ফাইনাল। শশাঙ্ক মনোহরকে আমন্ত্রন জানিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে সিওএ। তাঁদের উদ্দ্যেশ্য সেই সময় বোর্ড কর্তাদের সাথে শশাঙ্ক মনোহরকে মুখোমুখি বসিয়ে ত্রিশক্তি চুক্তি বিতর্কের  সমাধানের রাস্তা বের করা। আইসিসি-র থেকে প্রাপ্য লভ্যাংশ কমনোর প্রতিবাদে  ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। শেষপর্যন্ত  বোর্ডের প্রশাসনিক কমিটির নির্দেশে দল পাঠানোর সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা। প্রাপ্য লভ্যাংশ ইস্যুতে অবশ্য বিসিসিআই কর্তাদের পাশে থাকবে প্রশাসনিক কমিটি। 

 

.