Sourav Ganguly, Women's IPL: মহারাজকীয় মাস্টারস্ট্রোক, বিদায়ের আগে মহিলা আইপিএল-কে সিলমোহর দিল বিসিসিআই
Sourav Ganguly, Women's IPL: সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রধান থাকার সময় মহিলা আইপিএল-এর প্রস্তাব দিয়েছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটের মসনদে না থাকলেও, তাঁর প্রস্তাবকে মান্যতা দিল নতুন বোর্ড প্রধান রজার বিনির কমিটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামীদের (Jhulan Goswami) স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। এবার মহিলাদের আইপিএল (Women's IPL) খেলতে নামবেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। তাঁদের প্রায় দেড় দশকের স্বপ্নপূরণ হতে চলেছে। মঙ্গলবার বিসিসিআই-এর (BCCI) বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM) অনুমোদন পেয়ে গেল মহিলা আইপিএল। অর্থাৎ মহিলা আইপিএলএর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বোর্ড প্রধান থাকার সময় মহিলা আইপিএল-এর প্রস্তাব দিয়েছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটের মসনদে না থাকলেও, তাঁর প্রস্তাবকে মান্যতা দিল নতুন বোর্ড প্রধান রজার বিনির (Roger Binny) কমিটি।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
এমনিতে ২০২৩ সাল থেকে যে মহিলা আইপিএল হতে চলেছে, সেটা অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গত মাসে রাজ্য সংস্থাগুলিকে লেখা চিঠিতে সৌরভ বলেছিলেন, 'দীর্ঘ প্রতীক্ষিত মহিলা আইপিএল নিয়ে কাজ করছে বিসিসিআই। আগামী বছরের শুরুতেই প্রথম মরসুম শুরু করার বিষয়ে আশা করছি।' সেই চিঠি পাঠানোর এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে মহিলা আইপিএল-এ সিলমোহর পড়ে গেল। ফলে এই উদ্যোগকে মহারাজের মাস্টারস্ট্রোক বলাই যায়।
আরও পড়ুন: Sourav Ganguly, BCCI AGM: বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সৌরভ, মিলল আইসিসি যাওয়ার ছাড়পত্র?
আরও পড়ুন: BCCI AGM: বিসিসিআই-তে রাজনীতির দাপট! রজার বিনির নতুন কমিটির সঙ্গে জুড়ে রয়েছে রাজনীতির যোগ
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১ তম বার্ষিক সাধারণ সভার শেষে একটি বিবৃতিতে বলা হয়, 'মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ক্ষেত্রে অনুমোদন দিয়েছে বোর্ডের সাধারণ সভা।' তবে মহিলা আইপিএল-এ কতগুলি দল থাকবে, কোন সময় খেলা হবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপাতত বোর্ডের তরফে জানানো হয়নি।