Ravindra Jadeja : 'স্যর জাদেজা'-র উপর কেন চটেছে বিসিসিআই? জানতে পড়ুন

Ravindra Jadeja : সদ্য অস্ত্রোপচার হয়েছে। এ দিকে ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে রোহিত শর্মার দল। এত কম সময়ের মধ্যে জাদেজার পক্ষে পুরো ফিট হওয়া সম্ভব নয়।   

Updated By: Sep 9, 2022, 06:45 PM IST
Ravindra Jadeja : 'স্যর জাদেজা'-র উপর কেন চটেছে বিসিসিআই? জানতে পড়ুন
অপারেশন সাকসেসফুল। হাসিমুখে জাদেজা। তবে বিসিসিআই খুশি নয়। ছবি: ইনস্টাগ্রাম

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিয়ে এ বার নতুন তথ্য সামনে এল। টিম ইন্ডিয়ার (Team India) এই তারকা অলরাউন্ডারের উপর ব্যাপক চটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিসিসিআই (BCCI)। এশিয়া কাপের (Asia Cup 2022) মাঝে হাঁটুতে চোট পেয়েছিলেন জাড্ডু। চোট এতটাই গুরুতর ছিল গত ৬ সেপ্টেম্বর তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। শোনা যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) খেলতে পারবেন না তিনি। সুত্র মারফত জানা গিয়েছে, জাদেজা যে ভাবে চোট পেয়েছেন সেটা নাকি একেবারেই ভালভাবে দেখছেন না এক শ্রেণির বোর্ড কর্তারা। 

বিসিসিআই সূত্রের খবর, জাদেজা খেলার সময় বা অনুশীলন চলাকালীন চোট পাননি! নিজের মতো খেলতে গিয়ে তিনি নাকি স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে চোট পেয়েছেন তিনি। আর তাই জাদেজার উপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা এই ইস্যু নিয়ে বলেন, 'জাদেজা চোট পেয়েছে স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে খেলতে গিয়ে। সেই সময় ওর শরীরের দেহের ভারসাম্য হারিয়ে পড়ে যায়। এমনভাবে হাঁটুটা বেঁকে যায় যে, অস্ত্রোপচার করতে হল। এটা একেবারেই অনুশীলনের অংশ ছিল না। এমন ঘটনার কোনও দরকারই ছিল না।' 

 

আরও পড়ুন: Virat Kohli and Rohit Shamra : ভবিষ্যৎ পরিকল্পনা থেকে খুনসুটি, 'কিং কোহলি'-র ৭১তম শতরানে খোশমেজাজে 'হিটম্যান'

আরও পড়ুন: IND vs AFG, Asia Cup 2022 : কেন সাংবাদিক সম্মেলনে এসে মেজাজ হারালেন কেএল রাহুল? দেখুন ভাইরাল ভিডিয়ো

জাদেজার বিরুদ্ধে শুধু আঙুল তুলেই ক্ষান্ত থাকেননি সেই বোর্ড কর্তা। পুরো ঘটনার জন্য হেড কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর আরও দাবি, 'আশ্চর্যের বিষয় হল, এই গোটা পর্বে কোচ রাহুল দ্রাবিড় বরাবরের মতোই শান্ত ছিলেন। একজন সিনিয়র ক্রিকেটার এমন আচরণ করলে হেড কোচের প্রশ্ন তোলা উচিত। সেটাই তো প্রত্যাশিত। তবে দ্রাবিড় পুরো প্রক্রিয়ায় চুপ ছিলেন। 

সদ্য অস্ত্রোপচার হয়েছে। এ দিকে ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এত কম সময়ের মধ্যে জাদেজার পক্ষে পুরো ফিট হওয়া সম্ভব নয়। জাড্ডুর মতো অলরাউন্ডার দলে না থাকলে কত বড় সেটা এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া হারের পরেই বোঝা গিয়েছে। বিশ্বকাপে তাঁর না থাকা মানে এই মেগা টুর্নামেন্টে নামার আগে দলের টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে দ্রাবিড় এবং রোহিতকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.