আইপিএলের দরজা বন্ধ স্মিথ-ওয়ার্নারদের
আইপিএলে ক্রিকেটের স্পিরিট বজায় রাখাই মূল লক্ষ্য বোর্ডের। বল বিকৃতি কাণ্ডে দোষী এমন ক্রিকেটারদের তাই এবারের আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল।
নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাসনে পাঠালে আইপিএল-এ মাঠে নামা হবে না স্মিথ-ওয়ার্নারদের। আগেই একথা জানিয়েছিল বিসিসিআই। বুধবারই বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারের আইপিএল থেকে স্মিথ-ওয়ার্নারকে নির্বাসিত করল বিসিসিআই-ও।
আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে স্মিথ-ওয়ার্নারকে একবছর ও ব্যানক্রফ্টকে ৯ মাসের নির্বাসন দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি ঘোষনার কিছুক্ষণের মধ্যেই বিসিসিআই এক বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, ২০১৮ সালের আইপিএলে কোনওভাবেই অংশ নিতে পারবেন না রাজস্থান রয়্যালসের খেলোয়াড় স্টিভ স্মিথ এবং সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর- বোর্ডের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এবং বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরির সঙ্গে আলোচনা করে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন- ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাসনে পাঠালে আইপিএলে নেই স্মিথ-ওয়ার্নাররা
আইপিএলে ক্রিকেটের স্পিরিট বজায় রাখাই মূল লক্ষ্য বোর্ডের। বল বিকৃতি কাণ্ডে দোষী এমন ক্রিকেটারদের তাই এবারের আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল।