Bundesliga: নতুন কোচের অধীনে রেকর্ড করে লিগে প্রথম জয় পেল Bayern Munich

বায়ার্ন এবার বুন্দেশলিগা জিতলে টানা ১০বার এই খেতাব জিতবে।

Updated By: Aug 23, 2021, 12:35 PM IST
Bundesliga: নতুন কোচের অধীনে রেকর্ড করে লিগে প্রথম জয় পেল Bayern Munich

নিজস্ব প্রতিবেদন: হানসি ফ্লিকের পরিবর্তে বায়ার্ন মিউনিখ তাঁদের নতুন কোচ করেছে জুলিয়ান নাগেলসম্যানকে (Julian Nagelsmann)। ক্লাবের প্রাক্তন ফুটবলারের অধীনে ইতিমধ্যেই বায়ার্ন সুপারকাপ জিতেছে এই মরসুমে। এবার নাগেলসম্যানের বায়ার্ন বুন্দেশলিগায় প্রথম জয়ের স্বাদ পেল ইউরোপিয়ান রেকর্ড করেই। 

আরও পড়ুন: Serie A: 'বেঞ্চ বিতর্ক' থেকে গোল বাতিল ও হলুদ কার্ড! শিরোনামে Cristiano Ronaldo

রবিবার মরসুমের প্রথম হোম ম্যাচ খেলল বায়ার্ন। রবার্ট লেওয়ানডস্কি ও সার্জ গ্যাব্রির গোলে গতবারের চ্যাম্পিয়ন বার্য়ান ৩-২ হারিয়েছে কোলনকে। বায়ার্ন এখন ইউরোপের এক মাত্র ফুটবল ক্লাব যারা ইউরোপের প্রথমসারির পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭৪ ম্যাচে গোলের দেখা পেল। এই দৌড় শুরু হয়েছিল ২০২০ সালে। সে বছর ফেব্রুয়ারিতে লেইপজিগের বিরুদ্ধে গোল শূন্য ড্র দিয়ে রেকর্ডের সূচনা হয়েছিল। অতীতে রিয়াল মাদ্রিদের সঙ্গে এই রেকর্ড ছিল বায়ার্নের। বায়ার্ন এবার বুন্দেশলিগা জিতলে টানা ১০বার এই খেতাব জিতবে।
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.