এক ধাপ এগিয়ে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে জার্মানির বায়ার্ন লেভারকুশনকে ৩-১ গোলে হারিয়ে দিল স্পেনের চ্যাম্পিয়ন দলটি।

Updated By: Feb 15, 2012, 09:12 PM IST

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে জার্মানির বায়ার্ন লেভারকুশনকে ৩-১ গোলে হারিয়ে দিল স্পেনের চ্যাম্পিয়ন দলটি।
চোটের জন্য নক রাউন্ডের ম্যাচে দুই দলেরই একাধিক তারকা মাঠে নামতে পারেননি। কিকঅফের ঠিক আগে বার্সা দল থেকে ছিটকে যান জ্যাভি। দলে ছিলেন না জেরার্ড পিকে-ও। বায়ার্নের হয়ে খেলেননি মাইকেল বালাকও। খেলার ৪১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন অ্যালেক্সিস স্যাঞ্চেচ।যদিও বিরতির পরই দুরন্ত হেডে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান কোরলুকা।
দ্বিতীয়ার্ধে জার্মানির দলটি হাড্ডাহাড্ডি লড়াই করলেও, বার্সার আক্রমনাত্মক ফুটবলের সঙ্গে তাল রাখতে পারেনি। ৫২ মিনিটে ম্যাচে বার্সাকে দ্বিতীয়বারের জন্য এগিয়ে দেন সেই অ্যালেক্সিস স্যাঞ্চেচ। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে বায়ার্নের কফিনে শেষ পেরেকটি পোঁতেন লিও মেসি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৭ গোল করা হয়ে গেল গতবারের সর্বোচ্চ গোলদাতার। শেষ ১৬`র পথে বার্সালোনা যে অনেকটাই এগিয়ে গেল, তা মানছেন খোদ পেপ গুয়ার্দিওলাই।

.