Shakib Al Hasan: 'বাংলাদেশ কি আমাকে ছাড়া খেলতে পারে না'? টেস্ট জিতে সাকিবের প্রশ্ন
Bangladesh Test skipper Shakib al Hasan backs his five-bowler plan for Tests: আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট জিতে সাকিব বড় প্রশ্ন তুলে দিলেন। পদ্মাপাড়ের ক্রিকেটীয় দেশের মহাতারকা বলছেন যে, বাংলাদেশ কি তাঁকে ছাড়া খেলতে পারে না!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়ারল্যান্ড এসেছিল বাংলাদেশ সফরে (Ireland tour of Bangladesh 2023)। তিনটি ওয়ানডে, সমসংখ্যক ম্যাচের টি-২০ ও একটি মাত্র টেস্ট খেলে দুই দেশ। পঞ্চাশ ও কুড়ি ওভারের সিরিজ ২-০ জেতার পর বাংলাদেশ ঘরের মাঠে একটি মাত্র টেস্টও জিতে যায় সাত উইকেটে। টেস্ট জয়ের পরেও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) সমালোচিত হয়েছেন। মীরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Mirpur) সাকিব প্রথম ইনিংসে তিন ওভার ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার মিলিয়ে মোট ১৬ ওভার বল করেছেন।
বিশ্ববন্দিত অলরাউন্ডার কেন এত কম ওভার বল করলেন! এই মর্মেই অনেকে প্রশ্ন তুলেছেন। শুক্রবার অর্থাৎ আজ টেস্টের পাট চুকিয়ে সাংবাদিক বৈঠকে এসে সাকিব এই নিয়ে মুখ খুললেন। সাকিব জানিয়ে দিলেন পদ্মাপাড়ের দেশের টেস্ট বোলিংয়ের পরিকল্পনা। অতীতে আট নয় ব্যাটারকে টেস্টে খেলাত বাংলাদেশ। সেখানে স্পিন ও পেসার মিলিয়ে পাঁচজন বোলার খেলল এই টেস্টে। সাকিব টেস্ট বোলিংয়ের পরিকল্পনা নিয়ে বলেন, 'দেখুন যখন ২০ উইকেটের প্রয়োজন হয়, তখন বেশি বোলারদের দলে রাখাটাই বিকল্প। কম বোলার নিয়ে রক্ষণাত্মক ক্রিকেট খেলা হয় টেস্ট ড্র করার জন্য। যদি টেস্ট জিততে হয় তাহলে পাঁচ-ছ'জন বোলারকেই দলে রাখতে হয়। বড় দলগুলো এমনই করে। একবার ভারত ও ইংল্যান্ডের দিকে দেখুন। ওরা কীভাবে দল করে! সবসময় পাঁচ-ছ'জন প্রধান ব্যাটার ও বোলাররা থাকে দলে। মেহদি হাসান মিরাজ খেললে ও বোলিংয়ের পাশাপাশি সাতে ব্যাটও করতে পারে। সকলেই বিশ্রাম পায়। তাহলে কারোর ওপর বাড়তি চাপ পরে না।' সাকিবের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, কেন তিনি এত কম বল করলেন? সাকিব জানান, 'একজনকে বল করতেই হবে! এমনটা বাধ্যতামূলক নয়। হাতে পাঁচ-ছ'টি অস্ত্র থাকলে, সবসময় সব অস্ত্র ব্যবহার করার দরকার হয় না। তার মানে তো এই নয় যে, বাংলাদেশ আমাকে ছাড়া খেলতে পারে না! ২০ উইকেট নেওয়ার মতো দলে যথেষ্ট বোলার রয়েছে। আমি তাদের বিশ্বাস করেছি। তার প্রমাণ করেছে নিজেদের।'
আরও পড়ুন: বল পিটিয়ে করেন ছাতু! শ্রেয়স-সাকিবদের বদলি এই মহানক্ষত্র, এলেন কোটি-কোটি টাকায়
বিশ্বের এক নম্বর ওয়ানডে অলরাউন্ডার সাকিবের এখন কেকেআরের হয়ে আইপিএল খেলার কথা ছিল। কিন্তু শেষ মহূর্তে তিনি জানিয়েছেন যে, একাধিক কারণে তাঁর পক্ষে এই মরসুমে আর কেকেআরের জার্সি গায়ে চাপানো সম্ভব হবে না। শ্রেয়স আইয়ার সাকিবদের বিকল্প হিসেবে কেকেআর বেছে নিয়েছে জেসন রয়কে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)