চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত নয় বাংলাদেশে

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা কি নিশ্চিত নয়? পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ,জিম্বাবোয়ে  ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়ায় এমনই অশনি সংকেত বাংলাদেশ ক্রিকেটে। কয়েকদিন আগেই ভারতকে নিজেদের মাটিতে একদিনের সিরিজে হারিয়ে আইসিসি RANKING-এ ৭ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। যোগ্যতা অর্জন করেছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলারও। কিন্তু এই ত্রিদেশীয় সিরিজ হওয়ায় আবার কিছুটা যদি কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের খেলা নিয়ে। এই মূহুর্তে আইসিসির ক্রমতালিকায় থাকা ৭ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। আর আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮ ও নয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৭। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে গেলে আর পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে সিরিজ জিতলে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশকে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে হবে। বাংলাদেশ  ক্রিকেট বোর্ড অবশ্য এসবকে গুরুত্ব দিতে নারাজ। 

Updated By: Jul 2, 2015, 11:07 PM IST
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত নয় বাংলাদেশে

ব্যুরো: ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা কি নিশ্চিত নয়? পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ,জিম্বাবোয়ে  ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়ায় এমনই অশনি সংকেত বাংলাদেশ ক্রিকেটে। কয়েকদিন আগেই ভারতকে নিজেদের মাটিতে একদিনের সিরিজে হারিয়ে আইসিসি RANKING-এ ৭ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। যোগ্যতা অর্জন করেছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলারও। কিন্তু এই ত্রিদেশীয় সিরিজ হওয়ায় আবার কিছুটা যদি কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের খেলা নিয়ে। এই মূহুর্তে আইসিসির ক্রমতালিকায় থাকা ৭ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। আর আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮ ও নয়ে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৭। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে গেলে আর পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে সিরিজ জিতলে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশকে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিততে হবে। বাংলাদেশ  ক্রিকেট বোর্ড অবশ্য এসবকে গুরুত্ব দিতে নারাজ। 

.