পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশী ক্রিকেটারের নামে জারি গ্রেফতারি পরোয়ানা
পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেন নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল পুলিস। অভিযোগ, শাহাদাত ও তাঁর স্ত্রী নৃত্য শিশু পরিচারিকাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে দেন। খবর প্রকাশের পরই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশের এই পেস বোলারের।
ওয়েব ডেস্ক: পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেন নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল পুলিস। অভিযোগ, শাহাদাত ও তাঁর স্ত্রী নৃত্য শিশু পরিচারিকাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে দেন। খবর প্রকাশের পরই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশের এই পেস বোলারের।
বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট ও ৫১ টিী ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাহাদাত।
গতকাল, রবিবার রাত আটটার দিকে রাজধানীর কালশী থেকে পল্লবী থানার পুলিশ ১১ বছর বয়সের মাহফুজা আক্তার হ্যাপী নামের পরিচারিকাকে উদ্ধার করে। তবে বিকালে শাহাদাত মিরপুর থানায় তার বাসার কাজের মেয়ে হারিয়ে গিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন শাহাদাত।
পুলিস জানিয়েছে, মহিলা ও শিশু নির্যাতন আইনে শাহাদাত ও তাঁর স্ত্রী-র বিরুদ্ধে মামলা করা হয়েছে।