বাংলাদেশ ২, পাকিস্তান ০, বাংলা ওয়াশের লক্ষ্যে তামিমরা

মীরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার সিরিজ জিতলেন তামিম ইকবালরা। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ায় সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল ওপার বাংলার। রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের করা ২৩৯ রানের জবাবে ৩ উইকেট হারিয়েই রান তুলে নেয় বাংলাদেশ। সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে শতরান করলেন তামিম ইকবাল।

Updated By: Apr 19, 2015, 11:48 PM IST
বাংলাদেশ ২, পাকিস্তান ০, বাংলা ওয়াশের লক্ষ্যে তামিমরা

ওয়েব ডেস্ক: মীরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার সিরিজ জিতলেন তামিম ইকবালরা। প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ায় সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল ওপার বাংলার। রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের করা ২৩৯ রানের জবাবে ৩ উইকেট হারিয়েই রান তুলে নেয় বাংলাদেশ। সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে শতরান করলেন তামিম ইকবাল।

দেশের হয়ে খেলতে কলকাতা থেকে উড়ে গিয়েছিলেন 'নাইট রাইডারস' সাকিব আল হাসান। সাকিবদের জয়ে তাই খুশি নাইট শিবির। সতীর্থ ক্রিকেটারদের অনবদ্য ক্রিকেটে খুশি বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবও। 

.