মেসি-রোনাল্ডোর এক দশকের আধিপত্যের অবসান, ব্যালন ডি'অর জিতলেন লুকা মদ্রিচ
ভোটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪৭৬) এবং অ্যান্তোনিও গ্রিজম্যান(৪১৪), কিলিয়ান এমবাপেদের(৩৪৭) হারিয়ে ব্যালন ডি'অর-এর পাশেও নিজের নাম তুলে রাখলেন ক্রোট তারকা।
নিজস্ব প্রতিবেদন : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক দশকের আধিপত্যের অবসান। উয়েফার বর্ষসেরা, ফিফা-র দ্য বেস্ট পুরস্কারের পর এবার ব্যালন ডি'অরও জিতে নিলেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী ক্রোট তারকা লুকা মদ্রিচ। সোমবার প্যারিসে এক বর্নাঢ্য অনুষ্ঠানে ফরাসি পত্রিকা 'ফ্রান্স ফুটবল'-এর দেওয়া ব্যালন ডি'অর জিতে নিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।
CONGRATULATIONS TO OUR LUKA MODRIĆ ON WINNING THE BALLON D’OR!!!!!
This is the first time in over 10 years that Messi or Ronaldo have not won the prestigious Player of the Year award pic.twitter.com/QvaEqQloz2
— CroatianSports (@CroatianSoccer) December 3, 2018
গত দশ বছরে মেসি-রোনাল্ডোর হাতেই অদল-বদল হয়েছে এই পুরস্কার। কিন্তু এবার চিত্রপট বদলেছে। তাই তো এলএম টেন,সিআর সেভেনদের আধিপত্যের অবসান ঘটিয়ে উয়েফার বর্ষসেরা, ফিফা-র দ্য বেস্ট পুরস্কারজয়ী মদ্রিচই প্রত্যাশামতো জিতে নিলেন ব্যালন ডি'অর পুরস্কার। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে সেরার সেরা নির্বাচিত হলেন লুকা (৭৫৩)। আর সেই ভোটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪৭৬) এবং অ্যান্তোনিও গ্রিজম্যান(৪১৪), কিলিয়ান এমবাপেদের(৩৪৭) হারিয়ে ব্যালন ডি'অর-এর পাশেও নিজের নাম তুলে রাখলেন ক্রোট তারকা।
Clean sweep from the midfielder. You don’t win awards voted by 20,000 Players, managers, journalists, experts, panels by luck. Finally a player getting recognition for more than just stats. Luka Modrić the best player of 2018 in every awards voting system #BallonDor pic.twitter.com/PcKQUjwUDc
— MANGO (@Mangochutney__) December 3, 2018
গত মরশুমে টানা তৃতীয়বার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি, উয়েফা সুপার কাপ স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জেতেন ৩৩ বছর বয়সী মদ্রিচ। আর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে তুলে নিয়ে যেতে বড় ভূমিকা নেন অধিনায়ক এলএম টেন।
এবার থেকে মহিলা ফুটবলারদেরও ব্যালন ডি'অর পুরস্কার চালু হল। প্রথমবার এই পুরস্কার জিতে নিয়েছেন অলিম্পিক লিওঁর নরওয়ের স্ট্রাইকার আদা হেগেরবার্গ। আর অনূর্ধ্ব-২১ সেরা ফুটবলারের পুরস্কার 'কোপা অ্যাওয়ার্ড' জিতে নিয়েছেন রাশিয়া বিশ্বকাপের সেরা প্রতিভাবান তারকা পিএসজি-র কিলিয়ান এমবাপে।
আরও পড়ুন - দেশে অলিম্পিক আয়োজনের জন্য আবেদন ভারতীয় অলিম্পিক সংস্থার