বাইচুং এবার কোচের ভূমিকায়

ভারতীয় ফুটবলের আইকন এবার নতুন ভূমিকায়। পাহাড়ি বিছেকে এবার দেখা যাবে কোচের ভূমিকায়। বাইচুংয় ভুটিয়ার কোচ হিসাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর নিজের ক্লাব সিকিম ইউনাইটেডে। আই লিগে বাইচুংয়ের ক্লাব সিকিম ইউনাইটেড কদিন আগে প্রয়াগ ইউনাইটেডের কাছে ১০-১ গোলে হারে। এই হারের জেরেই সিকিম ইউনাইটেড ক্লাব কর্তারা কোচ বদলের দাবি জানিয়েছিলেন। বাইচুং দলের এই দুঃসময়ে কোচের দায়িত্ব নিলেন। তবে দশ গোল খাওয়া কোচ ফিলিপ ডি রাইডারকে না তাড়িয়ে ফুটবল ডায়রেক্টার করা হল। ফুটবলার হিসাবেও বাইচুং তাঁর ক্লাবের হয়ে খেলছেন।

Updated By: Nov 13, 2012, 04:37 PM IST

ভারতীয় ফুটবলের আইকন এবার নতুন ভূমিকায়। বাইচুংয়ের কোচ হিসাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর নিজের ক্লাব সিকিম ইউনাইটেডে। আই লিগে বাইচুংয়ের ক্লাব সিকিম ইউনাইটেড গত শনিবার প্রয়াগ ইউনাইটেডের কাছে ১০-১ গোলে হারে। এই হারের জেরেই সিকিম ইউনাইটেড ক্লাব কর্তারা কোচ বদলের দাবি জানিয়েছিলেন। বাইচুং দলের এই দুঃসময়ে কোচের দায়িত্ব নিলেন। অবশেষে কলকাতার ক্লাবগুলির পথে না হেঁটে রাইডারের পাশেই দাঁড়ালেন বাইচুং। রাইডারকে কোচের পদ থেকে আপাতত সরালেও ক্লাব থেকে সরালেন না। তাঁকে আপাতত ফুটবল ডিরেক্টর করে দিলেন। কোচ হলেন বাইচুং। তবে অস্থায়ী কোচ হিসেবে কিছুদিনের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার কলকাতায় এসে রাইডারের সঙ্গে বৈঠক করেন বাইচুং। তারপরই সিদ্ধান্ত হয় রাইডারকে কোচের প দথেকে সরিয়ে নতুন পদে নিয়ে আসার। প্রসঙ্গত,১৯৯৩ সালে ইস্টবেঙ্গল ক্লাব থেকেই শুরু হয়েছিল ফুটবলার বাইচুংয়ের যাত্রা। আর মঙ্গলবার সেই ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই কোচ হিসেবে নিজের নাম ঘোষণা করলেন তিনি।

.